Ajker Patrika

মাছের ঘেরে মুদি দোকানির মরদেহ

মাছের ঘেরে মুদি দোকানির মরদেহ

যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মণপুর এলাকার উজ্জ্বল নামের এক ব্যক্তির মাছের ঘেরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘেরের পাড়ে পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে।

বিল্লাল হোসেন লক্ষ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে। 

পুলিশসহ স্থানীয়রা জানান, ব্যবসা করতে গিয়ে অনেক ঋণ করেন বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে তাঁর প্রায় ঝগড়া হতো। গত শুক্রবার বিকেলে স্ত্রীর সঙ্গে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বলের মাছের ঘেরে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

স্থানীয়দের ধারণা, বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে। 

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক লিটন মিয়া শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রাথমিক ধারণা করা হচ্ছে ঋণের দায়ে ও স্ত্রীর সঙ্গে অভিমান করে কিছু একটা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত