কুষ্টিয়া প্রতিনিধি
২০০৮ সালে কুষ্টিয়া-২ আসনে মহাজোটের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। তবে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসনটিতে ছাড় দিতে নারাজ।
এর আগে গত রোববার কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। তিনটি আসনেই প্রার্থী অপরিবর্তিত রয়েছে। জোটগত কারণে কুষ্টিয়া-২ আসনে কোনো প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনের নির্বাচনে অংশ নিতে মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। তিনি ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন ফরমও উত্তোলন করেছেন।
কামারুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। এলাকার উন্নয়নের জন্য জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।’
তিনি জাসদের সভাপতিকে উদ্দেশ করে বলেন, ‘তিনি (ইনু) প্রায়ই বলেন ২০ পয়সা ছাড়া নাকি ৮০ পয়সা অচল। ২০ পয়সা না হলে ৮০ পয়সা নাকি ১০০ পয়সা হয় না। তাই বলতে চাই, এবার ৮০ পয়সাকে ছাড় দিয়ে নির্বাচনের মাঠে আসুন।’
এ বিষয়ে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন আজকের পত্রিকাকে বলেন, স্ব-স্ব দল থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অনেকে মনোনয়ন তুলেছেন। আমরা জোটগতভাবেই নির্বাচন করব এবং ১৪ দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব।
২০০৮ সালে কুষ্টিয়া-২ আসনে মহাজোটের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। তবে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসনটিতে ছাড় দিতে নারাজ।
এর আগে গত রোববার কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। তিনটি আসনেই প্রার্থী অপরিবর্তিত রয়েছে। জোটগত কারণে কুষ্টিয়া-২ আসনে কোনো প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনের নির্বাচনে অংশ নিতে মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। তিনি ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন ফরমও উত্তোলন করেছেন।
কামারুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। এলাকার উন্নয়নের জন্য জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।’
তিনি জাসদের সভাপতিকে উদ্দেশ করে বলেন, ‘তিনি (ইনু) প্রায়ই বলেন ২০ পয়সা ছাড়া নাকি ৮০ পয়সা অচল। ২০ পয়সা না হলে ৮০ পয়সা নাকি ১০০ পয়সা হয় না। তাই বলতে চাই, এবার ৮০ পয়সাকে ছাড় দিয়ে নির্বাচনের মাঠে আসুন।’
এ বিষয়ে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন আজকের পত্রিকাকে বলেন, স্ব-স্ব দল থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অনেকে মনোনয়ন তুলেছেন। আমরা জোটগতভাবেই নির্বাচন করব এবং ১৪ দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব।
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে রাজশাহী রুটে বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস নামের দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। প্রতিদিন এ দুই ট্রেনে ১০ থেকে ১২ হাজার যাত্রী যাতায়াত করে থাকে। অথচ মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন কোচ দিয়ে চলছে ট্রেন দুটি।
১ সেকেন্ড আগেময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের মাইজভান্ডারি মতাদর্শের অনুসারী সোহেল রানা। তিনি গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে কবিরাজি করতেন। মাজারে মাজারে ঘুরে দিনপাত করতেন। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সোহেলকে একটি ইটভাটায় ডেকে নেয় সুমন বাহিনী। প্রথমে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হয়।
৮ মিনিট আগেপ্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হাসপাতালের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন উপদেষ্টা। রাত সাড়ে ১২টার পর হাসপাতালের বিকল্প আরেকটি গেট (বাগান গেট) দিয়ে তিনি বের হয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগেখুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভায় হাতাহাতিতে জড়িয়েছেন দুই পক্ষের নেতা-কর্মীরা। এ সময় এক নেতাকে শারীরিকভাবে আঘাত করেন অপর পক্ষের নেতা-কর্মীরা। আজ শুক্রবার নগরীর বিএমএ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে