Ajker Patrika

যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন দিল স্থানীয়রা

­যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২০: ০০
দুর্ঘটনার শিকার বাসে আগুন।  ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনার শিকার বাসে আগুন। ছবি: আজকের পত্রিকা

যশোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা রুবেল হোসেন (৩৫) ও মেয়ে ঐশী (১০) নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী জেসমিন (২৮), আরেক মেয়ে তায়েবা (৪) ও পথচারী ওসমান আলী (১৯)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে। আহত ওসমান আলী যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার বাবু শেখের ছেলে। পরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হাইওয়ে পুলিশের নাভারন থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ শেখ জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চারজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে রুবেল হোসেনের মেয়ে ঐশী মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন ও আরেক মেয়ে তায়েবাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পথচারী ওসমান আলী আহত হন।

তিনি আরও জানান, মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে শার্শায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন হতাহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত