Ajker Patrika

মোংলা বন্দরে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪: ২৯
মোংলা বন্দরে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এমভি ইউনিউইসডম জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়। খালাসের সঙ্গে সঙ্গেই তা সড়কপথে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান ও বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক আবুল হাশেম শামীম জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমভি ইউনিউইসডম সরাসরি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়েছে। তবে সম্পূর্ণ মালামাল খালাস করতে সময় লাগবে চার দিন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে রয়েছে ১ হাজার ৪২১ টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, ‘মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ-সুবিধার কারণেই দেশের বেশির ভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহন করা হচ্ছে। এতে বন্দর ব্যবহারকারীদের যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমনি নিরাপদে ও দ্রুততম সময়ে মালামাল প্রকল্প এলাকায় নিতে পারছেন। পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় মোংলা বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নয়, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ দেশের বিভিন্ন স্থানের সর্ববৃহৎ মেগা প্রকল্পের সব মালামাল আসছে এই বন্দর দিয়ে। আর এটি সম্ভব হচ্ছে সম্প্রতি মোংলা বন্দর চ্যানেলের আউটারবার খনন সম্পন্নের হওয়ার কারণে। আর চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বড় জাহাজ বন্দরের জেটিতে সহজে ভিড়তে পারবে।’

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এমভি কামিল্লা ও ৫ আগস্ট এমভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত