Ajker Patrika

ভোমরা বন্দরে যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
ভোমরা বন্দরে যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার জব্দ

সাতক্ষীরার ভোমরা বন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। আজ বুধবার সকালে ভোমরা বন্দরে অভিযান চালিয়ে এ স্বর্ণের বারসহ ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পাসপোর্ট যাত্রীর নাম মোহাম্মদ নাফিজ শেখ (২৯)। তিনি  মুন্সীগঞ্জ জেলার কপিবাগ গ্রামের আব্দুল সাত্তার শেখের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভোমরা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা সেলিম চৌধুরী।

তিনি জানান, বাংলাদেশ থেকে ভারতে কৌশলে অভিনব কায়দায় সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি বিশেষ টিম ওত পেতে বসে থাকে কাস্টমস সংলগ্ন এলাকায়। সন্দেহভাজন পাসপোর্ট যাত্রী কাস্টমস এলাকা অতিক্রম করে ইমিগ্রেশনে যাওয়ার সময়ে তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। তবে তাঁর কাছে থাকা স্বর্ণের বারের কথা অস্বীকার করায় তার দেহ তল্লাশির পর তার ব্যাগ কাস্টমসের স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয়।

এরপরও যাত্রীর নিকট থেকে কিছু না পাওয়া গেলে তাঁকে সাতক্ষীরা ডক্টরস ল্যাবে নিয়ে এক্স-রে করার পর তাঁর পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর ওই যাত্রীর পায়ুপথ থেকে তিনটি স্বর্ণের বার লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় জব্দ করা হয়। এরপর জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরার একটি জুয়েলার্সে পরিমাপ করে ওজন ৩৪৮ গ্রাম পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

সেলিম চৌধুরী আরও জানান, মোহাম্মদ নাফিজ শেখের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত