Ajker Patrika

হেলমেট না থাকায় প্রাণ গেলে মোটরসাইকেল চালকের

অভয়নগর (যশোর) প্রতিনিধি
হেলমেট না থাকায় প্রাণ গেলে মোটরসাইকেল চালকের

মাথায় হেলমেট না থাকায় যশোরের অভয়নগরে আসাদ শেখ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আসাদ শেখ উপজেলার বুইকরা গ্রামের শাহজান শেখের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া-মনিরামপুর সড়কে একটি ইজিভ্যানের সঙ্গে আসাদ শেখের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আসাদ শেখের মাথা ইজিভ্যানের চাকার সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, আসাদ শেখ নামে মাথায় আঘাতপ্রাপ্ত এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লোহার রডের সঙ্গে আঘাত লাগায় তাঁর মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে। 
 
নিহতের আত্মীয় সাইফুল মহলদার বলেন, আসাদের শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

তিনি বলেন, ‘মাথায় হেলমেট থাকলে হয়তো আমার ভাইয়ের এমন মৃত্যু হতো না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত