Ajker Patrika

হেলমেট না থাকায় প্রাণ গেলে মোটরসাইকেল চালকের

অভয়নগর (যশোর) প্রতিনিধি
হেলমেট না থাকায় প্রাণ গেলে মোটরসাইকেল চালকের

মাথায় হেলমেট না থাকায় যশোরের অভয়নগরে আসাদ শেখ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আসাদ শেখ উপজেলার বুইকরা গ্রামের শাহজান শেখের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া-মনিরামপুর সড়কে একটি ইজিভ্যানের সঙ্গে আসাদ শেখের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আসাদ শেখের মাথা ইজিভ্যানের চাকার সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, আসাদ শেখ নামে মাথায় আঘাতপ্রাপ্ত এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লোহার রডের সঙ্গে আঘাত লাগায় তাঁর মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে। 
 
নিহতের আত্মীয় সাইফুল মহলদার বলেন, আসাদের শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

তিনি বলেন, ‘মাথায় হেলমেট থাকলে হয়তো আমার ভাইয়ের এমন মৃত্যু হতো না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত