Ajker Patrika

বয়সের ভুলে ভাতা বন্ধ আমিনা খাতুনের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
বৃদ্ধা আমিনা খাতুন। ছবি: আজকের পত্রিকা
বৃদ্ধা আমিনা খাতুন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পরিচয়পত্রে বয়স কম উল্লেখ করায় বন্ধ বয়স্ক ভাতা। সেটা কীভাবে হলো, জানেন না আমিনা খাতুন। তাঁর পরিবারের সদস্যদের দাবি, আমিনা খাতুনের প্রকৃত বয়স ৯০ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্রে তাঁর জন্ম তারিখ লেখা আছে ১০ সেপ্টেম্বর ১৯৭২ সাল। সে অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৫২ বছর।

এদিকে বয়স্ক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন কোটচাঁদপুরের এই বৃদ্ধা। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

২০১৮ সালে বয়স্ক ভাতার আওতায় আসেন আমিনা খাতুন। সেই থেকে তিনি তিন বছর ভাতা উত্তোলন করেন। এরপর ২০২১ সালের দিকে ভাতার টাকা বন্ধ হয়ে যায় তাঁর।

আমিনা খাতুনের ছেলে আফজাল হোসেন বলেন, ‘আমরা ৮ ভাই-বোন। যার মধ্যে আমার বড় ভাই আব্দুল বারেক। তাঁর বয়স (৭৫) বছর। শওকত আলীর (৭০), সরবত আলীর (৬৫), আব্দুল সাত্তারের (৬২) আর বোন অজুপা খাতুনের (৭২), ফাতেমা খাতুনের (৫৫) জলী খাতুনের (৪৫)। সেখানে মায়ের বয়স কীভাবে ভোটার আইডি কার্ডে ৫২ বছর হলো, কার ভুলে হলো, সেটাই বুঝতে পারছি না।’

আফজাল হোসেন বলেন, ‘ভাতা বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য অনেক মানুষের কাছে গিয়েছি, তাতে কোনো লাভ হয়নি। সর্বশেষ সমাজসেবা অফিসে গেলে উনারা বলেন, বয়স যতই হোক, ভোটার আইডি অনুযায়ী ভাতার কার্ড হবে। কার্ডে বয়স কম, এ কারণে ভাতা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ওই অফিসের লোকেরা।’

কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ বলেন, ‘ঘটনাটি আমার জানা ছিল না। আর কেউ আমার কাছে আসেনি বিষয়টি নিয়ে। আমি খোঁজ নিয়ে দেখব।’

এ ব্যাপারে কোটচাঁদপুর সমাজসেবা কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, ‘আগের দিনে এসব ভাতা কার্ড অনেকভাবে করা হয়েছে। ২০২১ সালের পর থেকে সেগুলো ডিজিটালাইজ হলে তাঁর ভাতার টাকা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়।’  

কারণ হিসেবে এ কর্মকর্তা বলেন, ‘আগে জন্মনিবন্ধন দেখে ও চেয়ারম্যান-মেম্বারদের সুপারিশে বয়স বেশ কম করে ভাতার কার্ড করা হয়েছে। এখন সেটা আর সম্ভব না। এখন সবকিছু সফটওয়্যারে চলে গেছে। বয়স না হলে ওই সফটওয়্যার অটো বাদ দিয়ে দেবে কার্ডটি। ওখানে কারোর কিছু করার নাই।’

ওই কর্মকর্তা বলেন, এখন উনার কার্ড চালু করতে ভোটার কার্ড সংশোধন করতে হবে। সংশোধন হয়ে এলে তাঁর কার্ড করে দেওয়া সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত