Ajker Patrika

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবদল নেতা নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯: ০৬
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবদল নেতা নিহত

যশোর-বেনাপোল মহাসড়কে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা মোহাম্মদ ফারুকী বাবু (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঝিকরগাছার কলাগাছিতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবু উপজেলার মোবারকপুর গ্রামের এম এ করিমের ছেলে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য। 

ঘটনার প্রত্যক্ষদর্শী রনি হোসেন বলেন, বাবু প্রথমে রব মিয়ার মিলের সামনে দুর্ঘটনাকবলিত হন। সেখান থেকে তিনি মোটরসাইকেল নিয়ে আবার ঝিকরগাছার উদ্দেশে রওনা দেন। দ্রুতগতিতে কিছু দূর গিয়ে কলাগাছিতে একটি গাছে ধাক্কা খান। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। 

এ ছাড়া দুর্ঘটনাস্থলে একটি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, মোটরসাইকেলে বাবু একাই ছিলেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত