Ajker Patrika

আওয়ামী লীগ শান্তির নামে অশান্তি সৃষ্টি করছে: গয়েশ্বর

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯: ৫২
আওয়ামী লীগ শান্তির নামে অশান্তি সৃষ্টি করছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ শান্তির নামে অশান্তি সৃষ্টি করছে। পাকিস্তান আমলে পিস কমিটি করা হয়েছিল, সেখানে রাজাকার, আল-বদর, আল-শামসরা ছিল। এখন আবার পিস কমিটি হয়েছে, ওবায়দুল কাদেরের নেতৃত্বে। আমরা কর্মসূচি ঘোষণা করি, ওনারাও পাল্টা কর্মসূচি দেন। তাই আমরা বলি, পাকিস্তানি পিস কমিটির মতো যেন আপনাদেরও পালিয়ে বেড়াতে না হয়।’ 

আজ বুধবার খুলনা কেডি ঘোষ রোডে মহানগর ও জেলা বিএনপির পদযাত্রা শুরুর আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যারা ক্ষমতায় থেকে টাকা পাচার করেছে, মানুষ হত্যা করেছে, নারী-শিশু নির্যাতন করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে—তাদের সরানোর লড়াই করছে। 

‘মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এ আন্দোলনের মাধ্যমের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।’ 

আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা গণতন্ত্র ভুলে গেছেন, গণতন্ত্র শিখুন। এতে জনগণ ভালো থাকবে। সব মানুষ নিরাপদ থাকবে।’ 

পুলিশ প্রশাসনের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘কথায় কথায় লাঠিপেটা–মামলা করবেন না। আপনারা প্রজাতন্ত্রের চাকরি করছেন। জনগণের টাকায় আপনাদের বেতন হয়। তাদের নিরাপত্তা দিন। কারও ক্ষমতায় থাকার হাতিয়ার হবেন না। 

‘প্রধানমন্ত্রীর ভাইয়েরা আপনাদের বেতন দেয় না। না হয় জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। বাধা আসলে, পাল্টা বাধা দেওয়া হবে। ঘন ঘন মারবেন–আমরা কিছু করব না, এই জন্য তো স্বাধীনতার যুদ্ধ করিনি।’ 

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু প্রমুখ। পরে পদযাত্রাটি শান্তিপূর্ণভাবে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত