Ajker Patrika

বিএনপি-জামায়াত মানুষকে অশান্ত করে রাখতে চায়: আবদুল খালেক

খুলনা প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৯: ৪২
বিএনপি-জামায়াত মানুষকে অশান্ত করে রাখতে চায়: আবদুল খালেক

খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে ছিল। তারা সব সময়ই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে অশান্ত করে রাখতে চায়।

আজ সোমবার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিটি মেয়র বলেন, ২০০৯ সালে পিলখানার ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত ছিল বিএনপি-জামায়াত। তারা এ দেশের উন্নয়ন চায় না। তাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। 

সিটি মেয়র আরও বলেন, এ দেশের মানুষ বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বুঝতে পেরে তাদের মিথ্যাচারে সাড়া দিচ্ছে না। মানুষ আজ উন্নয়ন চায়। পেটপুরে খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। তারা কোনো সন্ত্রাসবাদ–জঙ্গিবাদ চায় না। 

সভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু প্রমুখ। সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। 

এর আগে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত