Ajker Patrika

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শিক্ষার্থী আহত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৫: ৪৮
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শিক্ষার্থী আহত

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আহত শিক্ষার্থী ও তাঁদের সতীর্থরা।

আহত শিক্ষার্থীরা হলেন, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের তানজিব রাদ, বাংলাদেশ ইউনিভার্সিটির ঋত্বিক রায়হান ও পিসি কলেজের মো. ফারদিন। 

সংবাদ সম্মেলনে আহত শিক্ষার্থী ঋত্বিক রায়হান বলেন, ‘৯ আগস্ট বিকেলে বাগেরহাট শহরের পৌর পার্কে তানজিব রাদ, সাদমান ইসরাক রাইয়ান, মো. ফারদিনসহ আমরা কয়েকজন বসেছিলাম। এ সময় বাসাবাটি এলাকার কয়েকজন বখাটে আমাদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। আমরা প্রতিরোধ গড়লে ওরা চলে যায়।’

ঋত্বিক রায়হান আরও বলেন, ‘কিছুক্ষণ পর রড ও লাঠি নিয়ে ১০-১২ জন সন্ত্রাসী এসে আমাদের ওপর হামলা চালায়। এর মধ্যে বাসাবাটি এলাকার বাবু, রনি, রাকিব, শামীম, জুয়েল, সজীব ওরফে গ্যাস সজীব, সজীব ওরফে কালা সজীবকে আমরা চিনতে পেরেছে। হামলাকারীরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খান আল মামুন, রেজওয়ান শরিফ রাজু, খানমাহাদী বিল্লাহসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত