Ajker Patrika

এখন আর হেঁটে স্কুলে যেতে হবে না ওদের

কেশবপুর (যশোর) প্রতিনিধি 
আপডেট : ০৯ মে ২০২৫, ২০: ২৭
যশোরের কেশবপুরে দরিদ্র স্কুলশিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ছবি : আজকের পত্রিকা
যশোরের কেশবপুরে দরিদ্র স্কুলশিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ছবি : আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে দরিদ্র স্কুলশিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে ৫টি স্কুলের ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এখন তাদের বাড়ি থেকে দূরের স্কুলে হেঁটে যেতে হবে না। তারা বাইসাইকেলেই স্কুলে যেতে পারবে।

সম্মিলনী সেবা সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক অতিরিক্ত সচিব ড. জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলনী সেবা সংস্থার পরিচালক আব্দুল্লাহ-নূর-আল আহসান, সহসভাপতি আসাদুজ্জামান খান, কোষাধ্যক্ষ কৃষ্ণ রঞ্জন নাথ, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্ত্তী, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও সম্মিলনী সেবা সংস্থার বাস্তবায়নে ৫টি বিদ্যালয়ের ১১ ছাত্র ও ২৬ ছাত্রীকে বাইসাইকেল হস্তান্তর করেন অতিথিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত