চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট করে ও অণ্ডকোষ চেপে ভাতিজা আজিজুর রহমানকে (৪৮) হত্যার অভিযোগ উঠেছে চাচা-চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় চাচা রফিউদ্দিন (৫২) ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা পীর বলুহ দেওয়ানের দরগাহ মোড়ে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আজিজুর রহমান হাজরাখানা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ জানায়, একটি জমিকে কেন্দ্র করে আজিজুর রহমান ও রফিউদ্দিনের বিরোধ ছিল। উভয় পক্ষের মামলার কেন্দ্র করে জমিটিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। এ বিষয় নিয়ে সোমবার সকাল ৬টার দিকে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের ছেলে জাহিদুল ইসলাম আজিজুরের দ্বিতল বাড়ির গেটে দেশীয় অস্ত্র (গাছিদা, লাঠি) নিয়ে হামলা করে চলে যায়। এতে আজিজুর ও তার ভাইয়েরা বাড়ি থেকে বের হয়ে গ্রামের বলুহ পীরের দরগার সামনের মোড়ে এলে উভয় পক্ষ কথা-কাটাকাটি ও হাতাহাতিতে জড়ায়। এ সময় আজিজুরকে তার বাবার সৎ ভাই রফিউদ্দিন ও তার ছেলে জাহিদুল মারপিট করতে থাকেন। এরই ফাঁকে রফির স্ত্রী সেলিনা আজিজুরের অণ্ডকোষ চেপে ধরলে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায়।
আজিজুর রহমানের মেজে ভাই আমিনুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, ‘আমাদের ক্রয়কৃত একটি জমি নিজের দাবি করে রফিউদ্দিন নানা রকম হয়রানি করে আসছিল। জমিতে আমাদের আবাদও রয়েছে। সোমবার সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো আমরা কয়েকজন মিলে হাটতে যায়। আমরা গ্রামের বলুহ দেওয়ান পীরের মাজারের নিকট পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা হাজরাখানা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম, তাদের ছেলে জাহিদুল ইসলাম ও তাদের লোকজন আমাদের ওপর হামলা করে। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমাদের এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই রফিউদ্দিনের স্ত্রী সেলিনা বেগম আজিজুর রহমানের বিশেষ অঙ্গ (অণ্ডকোষ) চেপে ধরে। এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রফিউদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট করে ও অণ্ডকোষ চেপে ভাতিজা আজিজুর রহমানকে (৪৮) হত্যার অভিযোগ উঠেছে চাচা-চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় চাচা রফিউদ্দিন (৫২) ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা পীর বলুহ দেওয়ানের দরগাহ মোড়ে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আজিজুর রহমান হাজরাখানা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ জানায়, একটি জমিকে কেন্দ্র করে আজিজুর রহমান ও রফিউদ্দিনের বিরোধ ছিল। উভয় পক্ষের মামলার কেন্দ্র করে জমিটিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। এ বিষয় নিয়ে সোমবার সকাল ৬টার দিকে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের ছেলে জাহিদুল ইসলাম আজিজুরের দ্বিতল বাড়ির গেটে দেশীয় অস্ত্র (গাছিদা, লাঠি) নিয়ে হামলা করে চলে যায়। এতে আজিজুর ও তার ভাইয়েরা বাড়ি থেকে বের হয়ে গ্রামের বলুহ পীরের দরগার সামনের মোড়ে এলে উভয় পক্ষ কথা-কাটাকাটি ও হাতাহাতিতে জড়ায়। এ সময় আজিজুরকে তার বাবার সৎ ভাই রফিউদ্দিন ও তার ছেলে জাহিদুল মারপিট করতে থাকেন। এরই ফাঁকে রফির স্ত্রী সেলিনা আজিজুরের অণ্ডকোষ চেপে ধরলে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায়।
আজিজুর রহমানের মেজে ভাই আমিনুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, ‘আমাদের ক্রয়কৃত একটি জমি নিজের দাবি করে রফিউদ্দিন নানা রকম হয়রানি করে আসছিল। জমিতে আমাদের আবাদও রয়েছে। সোমবার সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো আমরা কয়েকজন মিলে হাটতে যায়। আমরা গ্রামের বলুহ দেওয়ান পীরের মাজারের নিকট পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা হাজরাখানা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম, তাদের ছেলে জাহিদুল ইসলাম ও তাদের লোকজন আমাদের ওপর হামলা করে। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমাদের এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই রফিউদ্দিনের স্ত্রী সেলিনা বেগম আজিজুর রহমানের বিশেষ অঙ্গ (অণ্ডকোষ) চেপে ধরে। এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রফিউদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১৩ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৭ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে