চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সদ্য বিদায়ী সরকারের শাসনামলে ইস্যু করা বৈধ ৮০টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৭৯টি জমা পড়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অস্ত্র জমা পড়েছে। তবে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরের নামে ইস্যু করা অস্ত্রটি থানায় জমা পড়েনি বলে জানা গেছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। ওই সময়ে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়।
জেলা প্রশাসন ও পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, জেলায় ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী রয়েছেন মোট ৬৮ জন। এর মধ্যে অস্ত্র ক্রয় করেছেন ৬৪ জন। অপর দিকে, সামরিক পর্যায়ে অস্ত্রের লাইসেন্স আছে ২০ জনের। এর মধ্যে অস্ত্র কিনেছেন ১৬ জন।
সদ্য বিদায়ী সরকারের গত ১৬ বছরে ৮০ জন অস্ত্রের লাইসেন্স নিয়েছেন। তাঁদের মধ্যে থানায় অস্ত্র জমা দিয়েছেন ৭৯ জন। বাকি একজন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরের নামে ইস্যু করা একটি শটগান কোথাও জমা দেওয়া হয়নি। বর্তমানে তিনি ভারতে আত্মগোপনে গেছেন বলে গুঞ্জন আছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) নাঈমা জাহান সুমাইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে যারা নিজ নিজ লাইসেন্সকৃত অস্ত্র জমা দিয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা পুলিশ এ বিষয়ে সকল সহযোগিতা করছে। একটি মাত্র অস্ত্র বাদে জেলার সকল অস্ত্রই জমা পড়েছে।’
চুয়াডাঙ্গায় সদ্য বিদায়ী সরকারের শাসনামলে ইস্যু করা বৈধ ৮০টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৭৯টি জমা পড়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অস্ত্র জমা পড়েছে। তবে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরের নামে ইস্যু করা অস্ত্রটি থানায় জমা পড়েনি বলে জানা গেছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। ওই সময়ে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়।
জেলা প্রশাসন ও পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, জেলায় ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী রয়েছেন মোট ৬৮ জন। এর মধ্যে অস্ত্র ক্রয় করেছেন ৬৪ জন। অপর দিকে, সামরিক পর্যায়ে অস্ত্রের লাইসেন্স আছে ২০ জনের। এর মধ্যে অস্ত্র কিনেছেন ১৬ জন।
সদ্য বিদায়ী সরকারের গত ১৬ বছরে ৮০ জন অস্ত্রের লাইসেন্স নিয়েছেন। তাঁদের মধ্যে থানায় অস্ত্র জমা দিয়েছেন ৭৯ জন। বাকি একজন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরের নামে ইস্যু করা একটি শটগান কোথাও জমা দেওয়া হয়নি। বর্তমানে তিনি ভারতে আত্মগোপনে গেছেন বলে গুঞ্জন আছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) নাঈমা জাহান সুমাইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে যারা নিজ নিজ লাইসেন্সকৃত অস্ত্র জমা দিয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা পুলিশ এ বিষয়ে সকল সহযোগিতা করছে। একটি মাত্র অস্ত্র বাদে জেলার সকল অস্ত্রই জমা পড়েছে।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে