বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের মরদেহ উদ্ধার করেছে জেলেরা। আজ সোমবার দুপুরে ও বিকেলে দুজনের এবং গতকাল রোববার রাতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। ট্রলার ডুবির ঘটনায় এখনো অন্তত ১০ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দুবলার চরের জেলেরা।
আজ সোমবার দুপুরে ও গতকাল রোববার রাতে উদ্ধার হওয়া মরদেহ তিনটি বাগেরহাটের কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের প্রয়াত সৈয়দ আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন বাদলের (৫০) এবং একই উপজেলার বগা গ্রামের প্রয়াত সোনাম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী বাওয়ালির (২৮)। বিকেলে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সুন্দরবনের দুবলা জেলেপল্লির টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়।
নিহতদের মধ্যে ইয়াকুব আলী বাওয়ালির মরদেহ তাঁর বাড়ি কচুয়া উপজেলার বগা গ্রামে নেওয়া হয়েছে। সন্ধ্যায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাইয়ের ছেলে ইব্রাহীম আমানি।
ইব্রাহীম আমানি বলেন, আমাদের গ্রামের অনেক মানুষই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ট্রলার ডুবির ঘটনায় বগার সাত জেলে নিখোঁজ ছিল। এর মধ্যে ইয়াকুব চাচার মরদেহ আমরা পেয়েছি। অন্য ছয়জনের বিষয়ে এখনো কোন খবর আমরা পাইনি।
সুন্দরবনের দুবলা জেলেপল্লির টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, দুপুরে আনোয়ার হোসেন বাদলের মরদেহ উদ্ধার করেছে জেলেরা। বিকেলে আরও এক জেলের মরদেহ উদ্ধার করার খবর পেয়েছি। তবে ওই জেলের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
গত শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাতে সাগরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুকটি পল্লি এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়। শনিবার পর্যন্ত ডুবে যাওয়া ১৬টি ট্রলার এবং দেড় শতাধিক জেলেকে সাগর থেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ অন্তত ১০ জেলে ও ৬টি ট্রলারের সন্ধান মেলেনি।
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের মরদেহ উদ্ধার করেছে জেলেরা। আজ সোমবার দুপুরে ও বিকেলে দুজনের এবং গতকাল রোববার রাতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। ট্রলার ডুবির ঘটনায় এখনো অন্তত ১০ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দুবলার চরের জেলেরা।
আজ সোমবার দুপুরে ও গতকাল রোববার রাতে উদ্ধার হওয়া মরদেহ তিনটি বাগেরহাটের কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের প্রয়াত সৈয়দ আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন বাদলের (৫০) এবং একই উপজেলার বগা গ্রামের প্রয়াত সোনাম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী বাওয়ালির (২৮)। বিকেলে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সুন্দরবনের দুবলা জেলেপল্লির টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়।
নিহতদের মধ্যে ইয়াকুব আলী বাওয়ালির মরদেহ তাঁর বাড়ি কচুয়া উপজেলার বগা গ্রামে নেওয়া হয়েছে। সন্ধ্যায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাইয়ের ছেলে ইব্রাহীম আমানি।
ইব্রাহীম আমানি বলেন, আমাদের গ্রামের অনেক মানুষই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ট্রলার ডুবির ঘটনায় বগার সাত জেলে নিখোঁজ ছিল। এর মধ্যে ইয়াকুব চাচার মরদেহ আমরা পেয়েছি। অন্য ছয়জনের বিষয়ে এখনো কোন খবর আমরা পাইনি।
সুন্দরবনের দুবলা জেলেপল্লির টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, দুপুরে আনোয়ার হোসেন বাদলের মরদেহ উদ্ধার করেছে জেলেরা। বিকেলে আরও এক জেলের মরদেহ উদ্ধার করার খবর পেয়েছি। তবে ওই জেলের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
গত শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাতে সাগরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুকটি পল্লি এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়। শনিবার পর্যন্ত ডুবে যাওয়া ১৬টি ট্রলার এবং দেড় শতাধিক জেলেকে সাগর থেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ অন্তত ১০ জেলে ও ৬টি ট্রলারের সন্ধান মেলেনি।
চলতি ইলিশের মৌসুমে বরগুনা বিভিন্ন হাটবাজারে মিলছে না পর্যাপ্ত ইলিশ। বাজারগুলোতে যে ইলিশ পাওয়া যায়, তারও দাম আকাশচুম্বি। ফলে ইলিশ ভাজার তেল দিয়ে গরম ভাত মেখে খাওয়া সাধারণ মধ্যবিত্ত, নিন্মবিত্তদের কাছে এখন স্বপ্নের মতন হয়ে গেছে।
৬ মিনিট আগেকক্সবাজারে মাছ ধরার ট্রলারে মাদক পাচারের অভিযোগে ৯ জনকে আটক করেছে র্যাব। এসময় ট্রলারটি থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালায় র্যাব।
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে রিফাত হাসান (১১) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পৌরসভার ২ নং ওয়ার্ডের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালকসহ চারজন। গতকাল মঙ্গলবার রাতে বেলকুচি পৌর কামারপাড়া এলাকায় পূর্বানী ফ্যাশন লিমিটেডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে