মনিরামপুর প্রতিনিধি
দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে অবশেষে বিএনপিতে যোগ দিলেন যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম এরশাদ আলী। আজ শনিবার বিকেলে থান বিএনপির সভাপতি শহীদ ইকবালের মনিরামপুরের বাসভবনে এসে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় ধানের শিষের তোড়া ও ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন শহীদ ইকবাল।
উপজেলার হেলাঞ্চি গ্রামের স্থায়ী বাসিন্দা এরশাদ আলী খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হন এরশাদ আলী।
এ বিষয়ে এরশাদ আলী বলেন, কোনো কারণ নেই। বিএনপিকে ভালোবেসে যোগ দিয়েছি।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মমিন বলেন, এরশাদ আলী দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সর্বশেষ ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। ৫ বছর ধরে তিনি কোনো কমিটিতে নেই।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘এরশাদ আলী একসময় জাতীয় পার্টি, পরবর্তীতে বিএনপি করেছেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ইউনিয়ন কমিটিতে ছিলেন।’
জিন্নাহ বলেন, ‘কয়েক দিন আগে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে এরশাদ আলী নৌকার মনোনয়ন চেয়েছেন। পরে দল আমাকে নৌকা দিলে তিনি বিদ্রোহী প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করেছেন। যে ব্যক্তি নৌকার বিরোধিতা করতে পারেন। তিনি দলে না থাকলে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না।’
মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, ‘শনিবার বিকেলে এসএম এরশাদ আলী আমার বাসায় এসে বিএনপিতে যোগদানের ইচ্ছা পোষণ করেন। আমি তাঁকে বলেছি, দলে যোগ দিলে আমি আপনাকে ভালো কিছু দিতে পারব না। তিনি বলেছেন, “কিছু লাগবে না। আমি শুধু বিএনপির সাথে থাকতে চাই। ” পরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।’
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুস সাদাত, একে আজাদ, মুক্তার হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।
দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে অবশেষে বিএনপিতে যোগ দিলেন যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম এরশাদ আলী। আজ শনিবার বিকেলে থান বিএনপির সভাপতি শহীদ ইকবালের মনিরামপুরের বাসভবনে এসে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় ধানের শিষের তোড়া ও ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন শহীদ ইকবাল।
উপজেলার হেলাঞ্চি গ্রামের স্থায়ী বাসিন্দা এরশাদ আলী খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হন এরশাদ আলী।
এ বিষয়ে এরশাদ আলী বলেন, কোনো কারণ নেই। বিএনপিকে ভালোবেসে যোগ দিয়েছি।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মমিন বলেন, এরশাদ আলী দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সর্বশেষ ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। ৫ বছর ধরে তিনি কোনো কমিটিতে নেই।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘এরশাদ আলী একসময় জাতীয় পার্টি, পরবর্তীতে বিএনপি করেছেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ইউনিয়ন কমিটিতে ছিলেন।’
জিন্নাহ বলেন, ‘কয়েক দিন আগে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে এরশাদ আলী নৌকার মনোনয়ন চেয়েছেন। পরে দল আমাকে নৌকা দিলে তিনি বিদ্রোহী প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করেছেন। যে ব্যক্তি নৌকার বিরোধিতা করতে পারেন। তিনি দলে না থাকলে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না।’
মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, ‘শনিবার বিকেলে এসএম এরশাদ আলী আমার বাসায় এসে বিএনপিতে যোগদানের ইচ্ছা পোষণ করেন। আমি তাঁকে বলেছি, দলে যোগ দিলে আমি আপনাকে ভালো কিছু দিতে পারব না। তিনি বলেছেন, “কিছু লাগবে না। আমি শুধু বিএনপির সাথে থাকতে চাই। ” পরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।’
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুস সাদাত, একে আজাদ, মুক্তার হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২৫ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে