Ajker Patrika

কিছু লাগবেনা, আমি শুধু বিএনপির সাথে থাকতে চাই: আ. লীগ নেতা

মনিরামপুর প্রতিনিধি
কিছু লাগবেনা, আমি শুধু বিএনপির সাথে থাকতে চাই: আ. লীগ নেতা

দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে অবশেষে বিএনপিতে যোগ দিলেন যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম এরশাদ আলী। আজ শনিবার বিকেলে থান বিএনপির সভাপতি শহীদ ইকবালের মনিরামপুরের বাসভবনে এসে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় ধানের শিষের তোড়া ও ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন শহীদ ইকবাল। 

উপজেলার হেলাঞ্চি গ্রামের স্থায়ী বাসিন্দা এরশাদ আলী খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হন এরশাদ আলী। 

এ বিষয়ে এরশাদ আলী বলেন, কোনো কারণ নেই। বিএনপিকে ভালোবেসে যোগ দিয়েছি। 

খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মমিন বলেন, এরশাদ আলী দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সর্বশেষ ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। ৫ বছর ধরে তিনি কোনো কমিটিতে নেই। 

খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘এরশাদ আলী একসময় জাতীয় পার্টি, পরবর্তীতে বিএনপি করেছেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ইউনিয়ন কমিটিতে ছিলেন।’

জিন্নাহ বলেন, ‘কয়েক দিন আগে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে এরশাদ আলী নৌকার মনোনয়ন চেয়েছেন। পরে দল আমাকে নৌকা দিলে তিনি বিদ্রোহী প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করেছেন। যে ব্যক্তি নৌকার বিরোধিতা করতে পারেন। তিনি দলে না থাকলে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না।’ 

মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, ‘শনিবার বিকেলে এসএম এরশাদ আলী আমার বাসায় এসে বিএনপিতে যোগদানের ইচ্ছা পোষণ করেন। আমি তাঁকে বলেছি, দলে যোগ দিলে আমি আপনাকে ভালো কিছু দিতে পারব না। তিনি বলেছেন, “কিছু লাগবে না। আমি শুধু বিএনপির সাথে থাকতে চাই। ” পরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।’

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, থানা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য নাজমুস সাদাত, একে আজাদ, মুক্তার হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত