নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির অভিযোগ থাকায় বাগেরহাট জেলার ষাটগম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তাঁর স্ত্রী লোপা রানী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ ও তাঁর স্ত্রী আকলিমা আহমেদ, আরেক কর্মকর্তা হরিদাস মধু ও তাঁর স্ত্রী দুলালী মধুর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব ও ১৩টি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক কাজী হাফিজুর রহমান এই তিন পরিবারের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে এসব হিসাবে ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
চিন্ময় মধু ও তাঁর স্ত্রী লোপা রানী মণ্ডলের নামে থাকা পাঁচ ব্যাংক হিসাবে আছে ১ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা। এ ছাড়া জি এম রফিকের নামে ছয়টি, তাঁর স্ত্রীর নামে তিনটি, দুলালী মধুর নামে দুটি, হরিদাস মধু ও লোপা রানীর নামে একটি সঞ্চয়পত্র রয়েছে। এসব সঞ্চয় পত্রে ১ কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্ট বাগেরহাট জেলার ষাটগম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তাঁর স্ত্রী লোপা প্রাহী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের জি এম রফিক আহমেদ ও তাঁর স্ত্রী আকলিমা আহমেদ, হরিদাস ও দুলালী মধুর নামে পাঁচটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং ৩৫ জনের নামে মোট ১৩টি সঞ্চয় ক্রয় করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে তাঁরা বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদক অনুসন্ধান করছে। অবৈধভাবে অর্জিত এসব সম্পদ তাঁরা অন্যত্র সরিয়ে ফেলতে পারেন মর্মে আশঙ্কা রয়েছে। এসব অর্থ অন্যত্র সরিয়ে ফেললে ভবিষ্যতে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে এই হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।
দুর্নীতির অভিযোগ থাকায় বাগেরহাট জেলার ষাটগম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তাঁর স্ত্রী লোপা রানী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ ও তাঁর স্ত্রী আকলিমা আহমেদ, আরেক কর্মকর্তা হরিদাস মধু ও তাঁর স্ত্রী দুলালী মধুর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব ও ১৩টি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক কাজী হাফিজুর রহমান এই তিন পরিবারের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে এসব হিসাবে ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
চিন্ময় মধু ও তাঁর স্ত্রী লোপা রানী মণ্ডলের নামে থাকা পাঁচ ব্যাংক হিসাবে আছে ১ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা। এ ছাড়া জি এম রফিকের নামে ছয়টি, তাঁর স্ত্রীর নামে তিনটি, দুলালী মধুর নামে দুটি, হরিদাস মধু ও লোপা রানীর নামে একটি সঞ্চয়পত্র রয়েছে। এসব সঞ্চয় পত্রে ১ কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্ট বাগেরহাট জেলার ষাটগম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তাঁর স্ত্রী লোপা প্রাহী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের জি এম রফিক আহমেদ ও তাঁর স্ত্রী আকলিমা আহমেদ, হরিদাস ও দুলালী মধুর নামে পাঁচটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং ৩৫ জনের নামে মোট ১৩টি সঞ্চয় ক্রয় করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে তাঁরা বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদক অনুসন্ধান করছে। অবৈধভাবে অর্জিত এসব সম্পদ তাঁরা অন্যত্র সরিয়ে ফেলতে পারেন মর্মে আশঙ্কা রয়েছে। এসব অর্থ অন্যত্র সরিয়ে ফেললে ভবিষ্যতে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে এই হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১০ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৩ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে