Ajker Patrika

শিক্ষকের লাঠির আঘাতে ছাত্রের চোখ নষ্টের অভিযোগ

আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩: ০৫
শিক্ষকের লাঠির আঘাতে ছাত্রের চোখ নষ্টের অভিযোগ

যশোরের মনিরামপুরে শিক্ষকের লাঠির আঘাতে আরিফুল ইসলাম (১৬) নামে এক কওমি মাদ্রাসা ছাত্রের বাম চোখ নষ্ট হওয়ার পথে। না পড়ে বসে থাকার কারণে শিক্ষক হাফিজুর রহমান পিটিয়ে তার চোখের কর্নিয়া নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার মনিরামপুর উপজেলার শ্যামকুড় বুজতলা ওমর ইবনে খাত্তাব (রাঃ) হাফিজীয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আরিফুল মনিরামপুর উপজেলার শ্যামকুড় বুজতলা ওমর ইবনে খাত্তাব (রাঃ) হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র। সে উপজেলার জোঁকা গ্রামের আয়ুব আলীর ছেলে।

গত তিন দিন ধরে ওই কিশোর ঢাকা ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান মাদ্রাসা ছেড়ে পালিয়েছেন।

অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমানের বাড়ি ঢাকার মানিকগঞ্জে।

অসুস্থ আরিফুল বলে, দেড় বছর ধরে আমি ওমর ইবনে খাত্তাব (রাঃ) হাফিজীয়া মাদ্রাসায় পড়ি। আমি আল কোরআনের ১৫ পারা হেফজ সম্পন্ন করেছি। গেল সোমবার সকালে মাদ্রাসায় পড়ছিলাম। আগে থেকে চোখে সমস্যা থাকায় পড়ার সময় আমার চোখে চশমা ছিল। পড়া থামিয়ে আমি বসে থাকায় হুজুর আমাকে ডেকে মারপিট করেন। একপর্যায়ে শিক্ষকের বেতের আঘাত আমার বাম চোখে লাগে। এ সময় চশমা ভেঙে কাচ ভেতরে ঢুকে যায়।

আরিফুলের বড় ভাই মামুন হোসেন বলেন, সোমবার সকালে এ ঘটনা ঘটলেও শিক্ষকেরা আমাদের কিছু জানাননি। তাঁরা নিজেরা আরিফুলকে মনিরামপুর ও যশোরে ডাক্তারের কাছে নেন। সন্ধ্যায় আমাদের খবর দেন। 
 
আরিফুলের বাবা আয়ুব হোসেন বলেন, ‘খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ছেলেকে ঢাকায় নিয়ে আসি। ছেলের চোখের অবস্থা ভালো না। ওরে নিয়ে দৌড়াতে গিয়ে থানায় অভিযোগ করতে পারিনি।’

আয়ুব হোসেন বলেন, ওই শিক্ষক পলাতক রয়েছেন। মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের সঙ্গে ঢাকায় আছেন। তাঁরা চিকিৎসার সব খরচ দিচ্ছেন। 

এ বিষয়ে জানতে একাধিকবার মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালক হাফিজুর রহমানকে ফোন করা হলেও তিনি ধরেননি। 

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ঘটনা শুনে ওই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছি। ছেলেটার চোখের অবস্থা ভালো না। পুলিশকে বিষয়টি জানানো হয়নি। ঢাকা থেকে তাঁরা ফিরলে এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত