Ajker Patrika

শেষবার মায়ের মুখ দেখতে বিজিবিতে আবেদন, এক ঘণ্টা সময় পেলেন দুই মেয়ে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৭: ৪০
শেষবার মায়ের মুখ দেখতে বিজিবিতে আবেদন, এক ঘণ্টা সময় পেলেন দুই মেয়ে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে বসবাস করেন ডালিমুন খাতুন ও তাঁর বোন রাবেয়া খাতুন। তাঁদের বাবা-মা বসবাস করেন ভারতে। গতকাল শুক্রবার দুই বোন জানতে পারেন, তাঁদের মা ফজিলা খাতুন মারা গেছেন। কিন্তু সীমান্ত-বাধার কারণে শেষবারের মতো মায়ের মুখ দেখা সম্ভব ছিল না।

অবশেষে মাকে শেষবারের মতো দেখতে চেয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবির কাছে আবেদন করেন দুই বোন। মানবিক আবেদনটি গুরুত্বের সঙ্গে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা করে বিজিবি। কয়েক ঘণ্টার মধ্যে দুই বোনকে মায়ের মুখ দেখার ব্যবস্থা করে দেয় দুই বাহিনী।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের ফজিলা খাতুন (৭০) গতকাল শুক্রবার সকালের দিকে বার্ধক্যের কারণে মারা যান। তিনি জন্মসূত্রে ভারতীয় এবং স্বামীর সঙ্গে স্থায়ীভাবে ভারতে বসবাস করছিলেন। তাঁর দুই মেয়ে। তাঁরা বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফজিলা খাতুন। গতকাল সকালে নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 

কিছুক্ষণের মধ্যে মায়ের মৃত্যুসংবাদ আসে মেয়েদের কাছে। মায়ের মৃত্যুশয্যায় পাশে থাকতে না পারার দুঃখ তো আছেই, এখন মৃত্যুর পরও শেষবার মায়ের মুখ দেখতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা। সীমান্ত-বাধা সদ্য মা হারা দুই মেয়ের শোক আরও বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তাঁরা বিজিবির কাছে আবেদন করেন।

ফজিলা খাতুনের মেয়ে ডালিমুন খাতুন বলেন, ‘মাকে শেষবারের মতো দেখার জন্য আবেদন করেছিলাম। বিজিবি ও বিএসএফ সেই ব্যবস্থা করে দিয়েছে। আমরা দুই বোন মায়ের মারা যাওয়ার সংবাদে ভেঙে পড়েছিলাম; বিশেষ করে আমাদের একটাই চিন্তা ছিল, শেষবারের মতো কি আমাদের মাকে দেখতে পাব না! যাহোক, আল্লাহর ইচ্ছায় দুই দেশের সহযোগিতায় আমরা মাকে শেষবারের মতো অন্তত দেখতে পেয়েছি।’

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, ‘ভারতীয় সীমান্তে মারা যাওয়া মাকে শেষবারের দেখতে চান বাংলাদেশে সীমান্তের দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের বসবাসরত দুই মেয়ে। আমরা বিষয়টি ভারতীয় বিএসএফ সদস্যদের জানালে তাঁরাও সম্মতি দেন। পরে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় অংশে এক ঘণ্টার জন্য আত্মীয়স্বজনকে মৃতের মুখ শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়া হয়।’

বিজিবির কর্মকর্তা শাহ ইশতিয়াক আরও বলেন, ‘এ ঘটনা দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। সীমান্তে বসবাস করা দুই দেশের মানুষের মধ্যেও বন্ধুত্বপূর্ণ মানসিকতা তৈরি করবে বলে আমরা আশাবাদী। ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে এ ঘটনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত