প্রতিনিধি
সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে যথেষ্ট প্রেসার না থাকায় সাত রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ বিপর্যয় ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দুতিন ঘণ্টা সমস্যা ছিল। এর মধ্যে আইসিইউতে থাকা একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
অক্সিজেন সংকটে মারা যাওয়া রোগীরা হলেন– করোনা পজিটিভ রোগী কালিগঞ্জের ভাড়াশিমলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আকরাম হোসেন খান (৬৩), শহরের ইটাগাছা এলাকার মফিজুল ইসলামের স্ত্রী খাইরুন নেছা (৪০), শহরের কুকরালী আমতলা এলাকার মনিরুজ্জামানের স্ত্রী করোনা আক্রান্ত নাজমা খাতুন, শ্যামনগরের সোনাখালি এলাকার কাশেম গাজীর ছেলে আশরাফ হোসেন, আশাশুনির বক্সার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম পারভেজ (৫৪), কালিগঞ্জের জগন্নাথপুর এলাকার সৈয়দ আলি পাড়ের ছেলে আবু জাফর মো. শফিউল আলম তুহিন, আশাশুনির নৈকাটি এলাকর বেনু গাজির ছেলে আব্দুল হামিদ (৭৫)।
রোগীর একজন স্বজন বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে চাপ কমে যায়। ৮টার দিকে ঠিক হয়ে যাবে বলে হাসপাতাল থেকে জানানো হয়। কিন্তু এর মধ্যেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি থাকা তাঁর চাচী মারা যান। এসময় আরও তিন জনকে মারা যেতে দেখেছেন তিনি।
আরেক স্বজন বলেন, তাঁর বাবা করোনা পজিটিভ ছিলেন। ৪৫ দিন ধরে ভর্তি ছিলেন। অক্সিজেন সংকটের সময় তাঁর মৃত্যু হয়েছে।
জানা গেছে, অক্সিজেন সংকটকালে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনা ইউনিটের পাঁচজন, করোনা নিয়ে আইসিইউতে ভর্তি একজন এবং সাধারণ ওয়ার্ডের একজন রোগী রয়েছেন। আইসিইউতে মারা গেছেন কালিগঞ্জের আকরাম হোসেন খান (৬৩)।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস মন্ডল আজকের পত্রিকাকে বলেন, দুই থেকে তিন ঘণ্টা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের প্রেসার কম ছিল। এসময় সিলিন্ডার দিয়ে চাপ ঠিক রাখার চেষ্টা করা হয়। কিন্তু এর মধ্যে আইসিইউতে থাকা একজন রোগী মারা গেছেন। বর্তমানে প্রেসার স্বাভাবিক রয়েছে।
অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়াত। তিনি বলেন, অন্যান্য দিনের মতো করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কথা শুনেছি। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই বন্ধ হওয়ার কথা না। এক দুই ঘণ্টা সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা যায়। তারপরও কারো কোনো গাফিলতি থাকলে আগামীকাল মন্তব্য করবো।
উল্লেখ্য, চলতি মাসে সাতক্ষীরায় করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিক বেড়েছে। প্রতিদিনই গড়ে ৭–৮ জন কোভিড আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে যথেষ্ট প্রেসার না থাকায় সাত রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ বিপর্যয় ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দুতিন ঘণ্টা সমস্যা ছিল। এর মধ্যে আইসিইউতে থাকা একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
অক্সিজেন সংকটে মারা যাওয়া রোগীরা হলেন– করোনা পজিটিভ রোগী কালিগঞ্জের ভাড়াশিমলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আকরাম হোসেন খান (৬৩), শহরের ইটাগাছা এলাকার মফিজুল ইসলামের স্ত্রী খাইরুন নেছা (৪০), শহরের কুকরালী আমতলা এলাকার মনিরুজ্জামানের স্ত্রী করোনা আক্রান্ত নাজমা খাতুন, শ্যামনগরের সোনাখালি এলাকার কাশেম গাজীর ছেলে আশরাফ হোসেন, আশাশুনির বক্সার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম পারভেজ (৫৪), কালিগঞ্জের জগন্নাথপুর এলাকার সৈয়দ আলি পাড়ের ছেলে আবু জাফর মো. শফিউল আলম তুহিন, আশাশুনির নৈকাটি এলাকর বেনু গাজির ছেলে আব্দুল হামিদ (৭৫)।
রোগীর একজন স্বজন বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে চাপ কমে যায়। ৮টার দিকে ঠিক হয়ে যাবে বলে হাসপাতাল থেকে জানানো হয়। কিন্তু এর মধ্যেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি থাকা তাঁর চাচী মারা যান। এসময় আরও তিন জনকে মারা যেতে দেখেছেন তিনি।
আরেক স্বজন বলেন, তাঁর বাবা করোনা পজিটিভ ছিলেন। ৪৫ দিন ধরে ভর্তি ছিলেন। অক্সিজেন সংকটের সময় তাঁর মৃত্যু হয়েছে।
জানা গেছে, অক্সিজেন সংকটকালে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনা ইউনিটের পাঁচজন, করোনা নিয়ে আইসিইউতে ভর্তি একজন এবং সাধারণ ওয়ার্ডের একজন রোগী রয়েছেন। আইসিইউতে মারা গেছেন কালিগঞ্জের আকরাম হোসেন খান (৬৩)।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস মন্ডল আজকের পত্রিকাকে বলেন, দুই থেকে তিন ঘণ্টা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের প্রেসার কম ছিল। এসময় সিলিন্ডার দিয়ে চাপ ঠিক রাখার চেষ্টা করা হয়। কিন্তু এর মধ্যে আইসিইউতে থাকা একজন রোগী মারা গেছেন। বর্তমানে প্রেসার স্বাভাবিক রয়েছে।
অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়াত। তিনি বলেন, অন্যান্য দিনের মতো করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কথা শুনেছি। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই বন্ধ হওয়ার কথা না। এক দুই ঘণ্টা সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা যায়। তারপরও কারো কোনো গাফিলতি থাকলে আগামীকাল মন্তব্য করবো।
উল্লেখ্য, চলতি মাসে সাতক্ষীরায় করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিক বেড়েছে। প্রতিদিনই গড়ে ৭–৮ জন কোভিড আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা কিরণ পরিতোষ চন্দ্রকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২১ মিনিট আগেনাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।
১ ঘণ্টা আগেনওগাঁর আত্রাইয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে আজিজার রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিহতের দুই ভাতিজা বাবু (৪০) ও আব্দুল আলিমকে (৩০) গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে বিবি মরিয়ম ওহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে