Ajker Patrika

নদের বালু তুলছেন ইউপি চেয়ারম্যান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০২
নদের বালু তুলছেন ইউপি চেয়ারম্যান

যশোরের মনিরামপুরে হরিহর নদ খুঁড়ে বালু তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। জানা গেছে, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন নিজেরে এক্সকাভেটর মেশিন লাগিয়ে নদ থেকে বালু তুলছেন।

এক্সকাভেটরে বালু তোলায় নদে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এ অঞ্চলের পাড় ভেঙে ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদের দুই পাড়ের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান উপস্থিত থেকে নদ থেকে বালু তোলায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন রাজবাড়িয়া ও এড়েন্দা গ্রামের কয়েকজনকে দিয়ে ৮-১০ দিন ধরে রাজবাড়িয়া মোল্লাপাড়ায় হরিহর নদ গভীর করে খুঁড়ে বালু তুলছেন। এক্সকাভেটর দিয়ে নদ ২০-৩০ ফুট গভীর করে বালু তোলায় পাড়ের জমি ভেঙে নিচে চলে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে সরেজমিন রাজবাড়িয়া মোল্লাপাড়ায় গিয়ে দেখা গেছে, হরিহর নদের শুকিয়ে যাওয়া জায়গায় একটি এক্সকাভেটর চলছে। নদের ভেতরে ও পাড়ে রাখা আছে পাঁচ-ছয়টি বালু টানা বড় ট্রলি। নদের পাড়ে বসে কাজ তদারকি করছেন রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজবাড়িয়া গ্রামের এক ব্যক্তি বলেন, রোহিতা ইউনিয়নে কয়েক কোটি টাকার রাস্তার কাজ এসেছে। সেসব রাস্তায় বালু দেওয়ার জন্য চেয়ারম্যান হাফিজ উদ্দিন হরিহর নদ থেকে বালু তুলে পাড়ে জমা করে রাখছেন।

চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘আমি ১০ গাড়ি বালু তুলতে চাচ্ছিলাম। এখন আর তোলাব না। আমি কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এক্সকাভেটর তুলে নেব। অনেকেই হরিহর নদ থেকে বালু তুলেছেন।’

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘নদ খুঁড়ে বালু তোলার বিষয়টি জানতে পেরে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত