যশোরের মনিরামপুরে হরিহর নদ খুঁড়ে বালু তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। জানা গেছে, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন নিজেরে এক্সকাভেটর মেশিন লাগিয়ে নদ থেকে বালু তুলছেন।
এক্সকাভেটরে বালু তোলায় নদে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এ অঞ্চলের পাড় ভেঙে ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদের দুই পাড়ের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান উপস্থিত থেকে নদ থেকে বালু তোলায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন রাজবাড়িয়া ও এড়েন্দা গ্রামের কয়েকজনকে দিয়ে ৮-১০ দিন ধরে রাজবাড়িয়া মোল্লাপাড়ায় হরিহর নদ গভীর করে খুঁড়ে বালু তুলছেন। এক্সকাভেটর দিয়ে নদ ২০-৩০ ফুট গভীর করে বালু তোলায় পাড়ের জমি ভেঙে নিচে চলে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে সরেজমিন রাজবাড়িয়া মোল্লাপাড়ায় গিয়ে দেখা গেছে, হরিহর নদের শুকিয়ে যাওয়া জায়গায় একটি এক্সকাভেটর চলছে। নদের ভেতরে ও পাড়ে রাখা আছে পাঁচ-ছয়টি বালু টানা বড় ট্রলি। নদের পাড়ে বসে কাজ তদারকি করছেন রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজবাড়িয়া গ্রামের এক ব্যক্তি বলেন, রোহিতা ইউনিয়নে কয়েক কোটি টাকার রাস্তার কাজ এসেছে। সেসব রাস্তায় বালু দেওয়ার জন্য চেয়ারম্যান হাফিজ উদ্দিন হরিহর নদ থেকে বালু তুলে পাড়ে জমা করে রাখছেন।
চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘আমি ১০ গাড়ি বালু তুলতে চাচ্ছিলাম। এখন আর তোলাব না। আমি কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এক্সকাভেটর তুলে নেব। অনেকেই হরিহর নদ থেকে বালু তুলেছেন।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘নদ খুঁড়ে বালু তোলার বিষয়টি জানতে পেরে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের মনিরামপুরে হরিহর নদ খুঁড়ে বালু তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। জানা গেছে, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন নিজেরে এক্সকাভেটর মেশিন লাগিয়ে নদ থেকে বালু তুলছেন।
এক্সকাভেটরে বালু তোলায় নদে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এ অঞ্চলের পাড় ভেঙে ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদের দুই পাড়ের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান উপস্থিত থেকে নদ থেকে বালু তোলায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন রাজবাড়িয়া ও এড়েন্দা গ্রামের কয়েকজনকে দিয়ে ৮-১০ দিন ধরে রাজবাড়িয়া মোল্লাপাড়ায় হরিহর নদ গভীর করে খুঁড়ে বালু তুলছেন। এক্সকাভেটর দিয়ে নদ ২০-৩০ ফুট গভীর করে বালু তোলায় পাড়ের জমি ভেঙে নিচে চলে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে সরেজমিন রাজবাড়িয়া মোল্লাপাড়ায় গিয়ে দেখা গেছে, হরিহর নদের শুকিয়ে যাওয়া জায়গায় একটি এক্সকাভেটর চলছে। নদের ভেতরে ও পাড়ে রাখা আছে পাঁচ-ছয়টি বালু টানা বড় ট্রলি। নদের পাড়ে বসে কাজ তদারকি করছেন রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজবাড়িয়া গ্রামের এক ব্যক্তি বলেন, রোহিতা ইউনিয়নে কয়েক কোটি টাকার রাস্তার কাজ এসেছে। সেসব রাস্তায় বালু দেওয়ার জন্য চেয়ারম্যান হাফিজ উদ্দিন হরিহর নদ থেকে বালু তুলে পাড়ে জমা করে রাখছেন।
চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘আমি ১০ গাড়ি বালু তুলতে চাচ্ছিলাম। এখন আর তোলাব না। আমি কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এক্সকাভেটর তুলে নেব। অনেকেই হরিহর নদ থেকে বালু তুলেছেন।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘নদ খুঁড়ে বালু তোলার বিষয়টি জানতে পেরে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে ফুটবল মাঠে গিয়ে অস্বাভাবিক আচরণে বাধা দেওয়ার হুমকির দুই ঘণ্টা পর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত...
২০ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে পাট চাষের আড়ালে গাঁজা চাষ করছিল এক কৃষক। গতকাল শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি গাঁজার গাছসহ তাকে আটক করেছে পুলিশ। ওই গাঁজা চাষির নাম মো. আবুল হোসেন হাওলাদার (৪৭)। তিনি একই গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।
১ ঘণ্টা আগেদেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক আকরাম হোসেন (৪০) ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের বিপদ...
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ায় পরপর দুইটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে নেমে এসেছে চরম সিডিউল বিপর্যয়। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে ট্রেন আটকে থাকাসহ নানা সমস্যায় আতঙ্ক-অসন্তোষে যাত্রীরা। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত নরসিংদীর বিভিন্ন স্টেশনগুলোতে...
১ ঘণ্টা আগে