যশোরের মনিরামপুরে হরিহর নদ খুঁড়ে বালু তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। জানা গেছে, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন নিজেরে এক্সকাভেটর মেশিন লাগিয়ে নদ থেকে বালু তুলছেন।
এক্সকাভেটরে বালু তোলায় নদে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এ অঞ্চলের পাড় ভেঙে ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদের দুই পাড়ের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান উপস্থিত থেকে নদ থেকে বালু তোলায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন রাজবাড়িয়া ও এড়েন্দা গ্রামের কয়েকজনকে দিয়ে ৮-১০ দিন ধরে রাজবাড়িয়া মোল্লাপাড়ায় হরিহর নদ গভীর করে খুঁড়ে বালু তুলছেন। এক্সকাভেটর দিয়ে নদ ২০-৩০ ফুট গভীর করে বালু তোলায় পাড়ের জমি ভেঙে নিচে চলে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে সরেজমিন রাজবাড়িয়া মোল্লাপাড়ায় গিয়ে দেখা গেছে, হরিহর নদের শুকিয়ে যাওয়া জায়গায় একটি এক্সকাভেটর চলছে। নদের ভেতরে ও পাড়ে রাখা আছে পাঁচ-ছয়টি বালু টানা বড় ট্রলি। নদের পাড়ে বসে কাজ তদারকি করছেন রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজবাড়িয়া গ্রামের এক ব্যক্তি বলেন, রোহিতা ইউনিয়নে কয়েক কোটি টাকার রাস্তার কাজ এসেছে। সেসব রাস্তায় বালু দেওয়ার জন্য চেয়ারম্যান হাফিজ উদ্দিন হরিহর নদ থেকে বালু তুলে পাড়ে জমা করে রাখছেন।
চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘আমি ১০ গাড়ি বালু তুলতে চাচ্ছিলাম। এখন আর তোলাব না। আমি কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এক্সকাভেটর তুলে নেব। অনেকেই হরিহর নদ থেকে বালু তুলেছেন।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘নদ খুঁড়ে বালু তোলার বিষয়টি জানতে পেরে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের মনিরামপুরে হরিহর নদ খুঁড়ে বালু তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। জানা গেছে, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন নিজেরে এক্সকাভেটর মেশিন লাগিয়ে নদ থেকে বালু তুলছেন।
এক্সকাভেটরে বালু তোলায় নদে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এ অঞ্চলের পাড় ভেঙে ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদের দুই পাড়ের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান উপস্থিত থেকে নদ থেকে বালু তোলায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন রাজবাড়িয়া ও এড়েন্দা গ্রামের কয়েকজনকে দিয়ে ৮-১০ দিন ধরে রাজবাড়িয়া মোল্লাপাড়ায় হরিহর নদ গভীর করে খুঁড়ে বালু তুলছেন। এক্সকাভেটর দিয়ে নদ ২০-৩০ ফুট গভীর করে বালু তোলায় পাড়ের জমি ভেঙে নিচে চলে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে সরেজমিন রাজবাড়িয়া মোল্লাপাড়ায় গিয়ে দেখা গেছে, হরিহর নদের শুকিয়ে যাওয়া জায়গায় একটি এক্সকাভেটর চলছে। নদের ভেতরে ও পাড়ে রাখা আছে পাঁচ-ছয়টি বালু টানা বড় ট্রলি। নদের পাড়ে বসে কাজ তদারকি করছেন রোহিতা ইউপির চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজবাড়িয়া গ্রামের এক ব্যক্তি বলেন, রোহিতা ইউনিয়নে কয়েক কোটি টাকার রাস্তার কাজ এসেছে। সেসব রাস্তায় বালু দেওয়ার জন্য চেয়ারম্যান হাফিজ উদ্দিন হরিহর নদ থেকে বালু তুলে পাড়ে জমা করে রাখছেন।
চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘আমি ১০ গাড়ি বালু তুলতে চাচ্ছিলাম। এখন আর তোলাব না। আমি কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এক্সকাভেটর তুলে নেব। অনেকেই হরিহর নদ থেকে বালু তুলেছেন।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘নদ খুঁড়ে বালু তোলার বিষয়টি জানতে পেরে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে