Ajker Patrika

খুবিতে সুন্দরবনের কয়েক প্রজাতির বৃক্ষের চারা রোপণ

খুবি প্রতিনিধি
খুবিতে সুন্দরবনের কয়েক প্রজাতির বৃক্ষের চারা রোপণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে সুন্দরবনের কয়েক প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বৃক্ষের চারা রোপণ করা হয়। 

খুলনা বিশ্ববিদ্যালয় লেকের ধারে গত ২০ বছর আগে লাগানো সুন্দরী গাছের চারা প্রত্যাশা অনুযায়ী বেড়ে উঠেছে। এগুলো এখন সুন্দরবনের সুন্দরী গাছের মতো স্বাভাবিক উচ্চতায় পৌঁছেছে। ক্যাম্পাসে সুন্দরী গাছ যথাযথভাবে বেড়ে ওঠায় এখানে সুন্দরবনের আরও কয়েকটি প্রজাতির চারা রোপণ করা হয়েছে। 

লেকের ধারে সুন্দরবনের কেওড়া, ওড়া ও গোলপাতা গাছের চারা রোপণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকের মাটি, পানি ও পরিবেশে এগুলোর বৃদ্ধি প্রবণতা এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য এ গাছ লাগানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান। আনুষ্ঠানিকভাবে এগুলো রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম ও বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। 

এ সময় বিজিই ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মো. রায়হান আলীসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত