Ajker Patrika

বিএনপি দেশ ও জাতির শত্রু: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯: ১২
বিএনপি দেশ ও জাতির শত্রু: হানিফ

বিএনপি দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই। তারা বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, তাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণ হতে পারে না। তাই বিএনপি এখন দেশের শত্রু, জাতির শত্রু। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

তিনি বলেন, ‘জনগণ এখন হরতাল নিয়ে ভাবছে না। হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে খেটে খাওয়া মানুষ বাইরে বের হচ্ছেন।’

আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আরব বসন্ত আরব দেশেই হয়, সেটা বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নেই। যাঁরা আরব বসন্তের স্বপ্ন দেখছেন, তাঁরা আরবে গিয়ে দেখতে পারেন।’

নির্বাচনের বিষয়ে হানিফ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা দেশে মানুষের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সাধারণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

ভাটারা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত