যশোরের মনিরামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভাটার মালিক ও শ্রমিকেরা।
উপজেলার ৪২টি ভাটার মালিক ও হাজারো শ্রমিক আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও নিশাত তামান্নার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভাটার মালিকেরা ইউএনওর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেন।
উপজেলার বিভিন্ন ইটভাটা থেকে শ্রমিকেরা এর আগে হেঁটে ও যানবাহনে চড়ে মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। বিক্ষোভ সমাবেশে তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। এ সময় জামায়াতে ইসলামী ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী গাজী এনামুল হক উপস্থিত ছিলেন।
সমাবেশে মুন ব্রিকসের মালিক রবিউল ইসলাম মিঠু বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাদে ভাটা চালানোর সব ধরনের কাগজপত্র আমাদের আছে। আমরা প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা কর দিই। আমরা চাই বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সরকার আমাদের ভাটা চালানোর জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিক।’
ইটভাটা মালিক সমিতির মনিরামপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, ‘ইটভাটার সঙ্গে মনিরামপুরের হাজারো পরিবারের জীবন ও জীবিকা জড়িত। এই ভাটাগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। আমরা চাই মনিরামপুরে আর কোনো ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না হোক। বন্ধ করা হোক ভাটায় ভাঙচুর কার্যক্রম। তা না হলে আমরা সরকারকে কর দেওয়া বন্ধ করে দেব।’
ইউএনও নিশাত স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাটার মালিকদের দেওয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।
যশোরের মনিরামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভাটার মালিক ও শ্রমিকেরা।
উপজেলার ৪২টি ভাটার মালিক ও হাজারো শ্রমিক আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও নিশাত তামান্নার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভাটার মালিকেরা ইউএনওর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেন।
উপজেলার বিভিন্ন ইটভাটা থেকে শ্রমিকেরা এর আগে হেঁটে ও যানবাহনে চড়ে মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। বিক্ষোভ সমাবেশে তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। এ সময় জামায়াতে ইসলামী ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী গাজী এনামুল হক উপস্থিত ছিলেন।
সমাবেশে মুন ব্রিকসের মালিক রবিউল ইসলাম মিঠু বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাদে ভাটা চালানোর সব ধরনের কাগজপত্র আমাদের আছে। আমরা প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা কর দিই। আমরা চাই বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সরকার আমাদের ভাটা চালানোর জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিক।’
ইটভাটা মালিক সমিতির মনিরামপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, ‘ইটভাটার সঙ্গে মনিরামপুরের হাজারো পরিবারের জীবন ও জীবিকা জড়িত। এই ভাটাগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। আমরা চাই মনিরামপুরে আর কোনো ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না হোক। বন্ধ করা হোক ভাটায় ভাঙচুর কার্যক্রম। তা না হলে আমরা সরকারকে কর দেওয়া বন্ধ করে দেব।’
ইউএনও নিশাত স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাটার মালিকদের দেওয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৬ মিনিট আগে