Ajker Patrika

দৌলতপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ১৮ গ্রাম পানিবন্দী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২১: ০৫
দৌলতপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ১৮ গ্রাম পানিবন্দী

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের আরও ১০টি গ্রাম নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। এতে মোট ১৮টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ এখন পানিবন্দী। ইউনিয়নটির ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী থাকার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস।

আপাতত ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, তবে দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা। 

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, নদীতে পানিপ্রবাহ ছিল ১৩ দশমিক ৩০ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেখানে গত রোববার বিপৎসীমার ১১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। অবশ্য কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১৪ দশমিক ২৫ মিটার। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল হামিদ।

চিলমারীর বাজুমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে পানি উঠেছে। সোমবার তোলা। এদিকে বন্যা ও ভাঙনের শঙ্কায় দিন কাটাচ্ছেন দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের আরও তিনটি ইউনিয়নের মানুষ। এরই মধ্যে পানিতে ডুবেছে উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের পদ্মা চরের আবাদি জমি।

চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান আজ সকালে আজকের পত্রিকাকে জানান, তাঁর ইউনিয়নে এখন পর্যন্ত ১৮টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী। প্রতিদিন নদীতে পানি বাড়ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে নতুন করে আরও গ্রাম পানিবন্দী হয়ে পড়বে।

চিলমারী গরুর হাট প্লাবিত। সোমবার তোলা। চিলমারী আব্দুল জব্বার হাজী পাণ্ডব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন জানান, তাঁর বিদ্যালয়ের তিন পাশেই এখন বন্যার পানি। শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে। আরেকটু পানি বাড়লে বিদ্যালয়ের মাঠ প্লাবিত হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহাম্মদ আবু সালেহ বলেন, ‘চিলমারী ইউনিয়নের তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা পানিবন্দী হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পানিবন্দী প্রতিষ্ঠানের প্রধানেরা তাঁদের বন্যা পরিস্থিতির চিত্রসহ লিখিত দিলে আমরা ব্যবস্থা নেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার জানিয়েছেন, পানিবন্দী এলাকায় সরকারি সহায়তা পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত