Ajker Patrika

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ২০: ৫৩
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার যোগীপোল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) এবং একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। নিহত দুজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রশান্ত হালদার (৩৫)। তিনি জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগীপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাঁদের মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে। এ সময় পাখিভ্যানের যাত্রী ও মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। এঁদের মধ্যে তুষার, রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রশান্ত হালদার বলেন, ‘আমার মোটরসাইকেল পেছনে ছিল। ট্রাকের সঙ্গে সামনের মোটরসাইকেলের সংঘর্ষ হলে আমার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। তখন আমিও রাস্তায় ছিটকে পড়ি।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নাসিম রেজা নীলু আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শোনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মোটরসাইকেলটি পুড়ে গেছে।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘জানতে পেরেছি দুজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত