প্রতিনিধি, অভয়নগর (যশোর)
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ সম্প্রতি শেষ হয়েছে। মেনে চলতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি। সর্বত্র মাস্ক পরিধানের বিধান জারি থাকলেও যশোরের অভয়নগরের হাটগুলোতে মাস্কবিহীন মানুষের ভিড় চোখে পড়ার মতো। শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলায় দীর্ঘ ১৯ দিন পর বিভিন্ন দোকানপাট, বিপণি বিতান খুলেছে। শুরু হয়েছে গণপরিবহন চলাচল। দেখে মনে হচ্ছে সবকিছুই ফিরেছে আগের অবস্থায়। দোকানগুলোতে সকাল থেকে ক্রেতা বিক্রেতারা বিকিকিনি শুরু করেন। তা ছাড়া সরকারের পরবর্তী কোন নির্দেশ না আসা পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দোকানপাট ও বিপণিবিতানগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে মহাসড়কে রয়েছে গণপরিবহনের চাপ। এ ছাড়া আগের মত স্বাভাবিকভাবে অটোরিকশা চলছে। তবে শহরে স্বাস্থ্যবিধি কিছুটা মানলেও গ্রামের বাজারগুলোর চিত্র ভিন্ন। ভাটপাড়া গ্রামের হাটে মাছ-তরকারী কিনতে আসা মানুষের মধ্যে ছিল না কোন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা। বেশির ভাগ মানুষ হাটে এসেছে মাস্ক ছাড়া। সামাজিক দূরত্বের বালাই তো নেইই।
স্বাস্থ্যবিধি নিয়ে ভাটপাড়া বাজারের হরিপদ বলেন, লকডাউন উঠে গেছে। এখন আর মাস্ক পরতে হবে না। মাছ বিক্রেতা ছলেমান বলেন, করোনার টিকা নিছি। এখন আর করোনা হবে না। তাই মাস্কের দরকার নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ সম্প্রতি শেষ হয়েছে। মেনে চলতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি। সর্বত্র মাস্ক পরিধানের বিধান জারি থাকলেও যশোরের অভয়নগরের হাটগুলোতে মাস্কবিহীন মানুষের ভিড় চোখে পড়ার মতো। শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলায় দীর্ঘ ১৯ দিন পর বিভিন্ন দোকানপাট, বিপণি বিতান খুলেছে। শুরু হয়েছে গণপরিবহন চলাচল। দেখে মনে হচ্ছে সবকিছুই ফিরেছে আগের অবস্থায়। দোকানগুলোতে সকাল থেকে ক্রেতা বিক্রেতারা বিকিকিনি শুরু করেন। তা ছাড়া সরকারের পরবর্তী কোন নির্দেশ না আসা পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দোকানপাট ও বিপণিবিতানগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে মহাসড়কে রয়েছে গণপরিবহনের চাপ। এ ছাড়া আগের মত স্বাভাবিকভাবে অটোরিকশা চলছে। তবে শহরে স্বাস্থ্যবিধি কিছুটা মানলেও গ্রামের বাজারগুলোর চিত্র ভিন্ন। ভাটপাড়া গ্রামের হাটে মাছ-তরকারী কিনতে আসা মানুষের মধ্যে ছিল না কোন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা। বেশির ভাগ মানুষ হাটে এসেছে মাস্ক ছাড়া। সামাজিক দূরত্বের বালাই তো নেইই।
স্বাস্থ্যবিধি নিয়ে ভাটপাড়া বাজারের হরিপদ বলেন, লকডাউন উঠে গেছে। এখন আর মাস্ক পরতে হবে না। মাছ বিক্রেতা ছলেমান বলেন, করোনার টিকা নিছি। এখন আর করোনা হবে না। তাই মাস্কের দরকার নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মে দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জামিল মিয়া নামের এক হামলাকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেমহান মে দিবসসহ সরকারি তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা। বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল–মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
১৭ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেআজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি।
৩২ মিনিট আগে