গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে অন্তত ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল একাধিক ব্যক্তির পথ রোধ করে টাকাপয়সা ও মোবাইল ফোন লুট করে নেয়। পরে তারা হাতবোমা ফাটিয়ে চলে যায়।
রতন আলী নামের এক ভুক্তভোগী বলেন, ‘গতকাল রাতে আমি গাংনী হাট থেকে বাড়িতে যাচ্ছিলাম। এ সময় ডাকাত দল আমার পথ রোধ করে সঙ্গে থাকা ২০ থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমি ডাকাতদের খুব অনুরোধ করে বলেছিলাম, আমার মা হাসপাতালে ভর্তি আছে, টাকাগুলো না নিতে। আমি এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাব। তার পরও তারা জোর করে আমার টাকা ছিনিয়ে নিয়েছে। পরে তার বোমা ফাটিয়ে চলে যায়।’ কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন রতন আলী।
আরেক ভুক্তভোগী কালু হোসেন বলেন, ‘মেহেরপুর হাট থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পাড়াপাড়া-জুগিন্দা সড়কে আমাদের গতি রোধ করে ডাকাতের দল। এ সময় আমার কাছে থাকা ১৫ হাজার ৭০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় আরও তিন থেকে চারজনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’
কালু হোসেন আরও বলেন, ‘ডাকাত দলে আনুমানিক ১২ থেকে ১৪ জন সদস্য ছিল। তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। তাদের কাছে দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল।’
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে ডাকাতির ঘটনায় তারা আতঙ্কিত। গত রাতেও ডাকাত দল সড়কের পথচারী ও ব্যবসায়ীদের গতি রোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জানতে পেরে সেখানে যায়। এলাকাবাসীর হইচই শুনে ডাকাত সদস্যরা দুটি বোমা ফাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ী ও পথচারীদের কাছে থাকা ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মফিজুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে পাড়াপাড়া-জুগিন্দা সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের ১২ থেকে ১৪ জন সদস্য বিভিন্ন পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির খবর শুনেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে কাজ করছে।’
মেহেরপুরের গাংনী উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে অন্তত ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল একাধিক ব্যক্তির পথ রোধ করে টাকাপয়সা ও মোবাইল ফোন লুট করে নেয়। পরে তারা হাতবোমা ফাটিয়ে চলে যায়।
রতন আলী নামের এক ভুক্তভোগী বলেন, ‘গতকাল রাতে আমি গাংনী হাট থেকে বাড়িতে যাচ্ছিলাম। এ সময় ডাকাত দল আমার পথ রোধ করে সঙ্গে থাকা ২০ থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমি ডাকাতদের খুব অনুরোধ করে বলেছিলাম, আমার মা হাসপাতালে ভর্তি আছে, টাকাগুলো না নিতে। আমি এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাব। তার পরও তারা জোর করে আমার টাকা ছিনিয়ে নিয়েছে। পরে তার বোমা ফাটিয়ে চলে যায়।’ কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন রতন আলী।
আরেক ভুক্তভোগী কালু হোসেন বলেন, ‘মেহেরপুর হাট থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পাড়াপাড়া-জুগিন্দা সড়কে আমাদের গতি রোধ করে ডাকাতের দল। এ সময় আমার কাছে থাকা ১৫ হাজার ৭০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় আরও তিন থেকে চারজনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’
কালু হোসেন আরও বলেন, ‘ডাকাত দলে আনুমানিক ১২ থেকে ১৪ জন সদস্য ছিল। তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। তাদের কাছে দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল।’
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে ডাকাতির ঘটনায় তারা আতঙ্কিত। গত রাতেও ডাকাত দল সড়কের পথচারী ও ব্যবসায়ীদের গতি রোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জানতে পেরে সেখানে যায়। এলাকাবাসীর হইচই শুনে ডাকাত সদস্যরা দুটি বোমা ফাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ী ও পথচারীদের কাছে থাকা ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মফিজুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে পাড়াপাড়া-জুগিন্দা সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের ১২ থেকে ১৪ জন সদস্য বিভিন্ন পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির খবর শুনেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে কাজ করছে।’
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের একাধিক নেতা অবৈধ করাতকল চালাচ্ছেন। উপজেলায় থাকা মোট ৩০টি করাতকলের ২৪টি অবৈধ বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন ও বন বিভাগের তদারকি না থাকায় এসব করাতকল চালানো সম্ভব হচ্ছে।
৩ ঘণ্টা আগেচলছে ইলিশের ভরা মৌসুম। এরপরও বরিশালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ মিলছে না। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর এবং ব্যবসায়ীদের তথ্যমতে, গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক উৎপাদন কমেছে ৮-১০ মণ। এর প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৫০০
৪ ঘণ্টা আগেরাজধানীর শাহবাগে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁদপুর কার্যালয় পরিণত হয়েছে দালালের আখড়ায়। তাঁদের তৎপরতা দেখে মনে হবে, তাঁরা যেন এই কার্যালয়ে চাকরি করেন। আর তাঁদের ও কার্যালয়ের অসাধু কর্মীদের কারণে পদে পদে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা গ্রাহকেরা। এই অনিয়মের চিত্র
৮ ঘণ্টা আগে