শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় এসএসসি ভকেশনাল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আল আমিন মোল্লা (২২) নামে এক শিক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সের পরীক্ষার্থী স্বঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাহার বিশ্বাসের রেজিঃ নম্বর ২৭০০১৮৬২০৮, রোল নম্বর ২৪১৩২৯। ছাত্রলীগের নেতা মোজাহার বিশ্বাসের বদলে আল আমিন নামে এক যুবক পরীক্ষা দিতে এসে আটক হন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। তাঁরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্লার ছেলে এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইসএসসি পরীক্ষার্থী।
এ ব্যাপারে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সে অংশ নেওয়ার কথা মোজাহারের। তিনি শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার ছিল এগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। তাঁর বদলে পরীক্ষা দিতে আসেন ভাতিজা আল আমীন। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করেন। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করেন আল আমীন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আল আমিনকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে জেলহাজতে পাঠান। এ ছাড়া মোজাহারের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মোজাহার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের কেউ নন। তিনি ছাত্রলীগের কোনো পদে নেই। বর্তমানে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।
মাগুরার শালিখায় এসএসসি ভকেশনাল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আল আমিন মোল্লা (২২) নামে এক শিক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সের পরীক্ষার্থী স্বঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাহার বিশ্বাসের রেজিঃ নম্বর ২৭০০১৮৬২০৮, রোল নম্বর ২৪১৩২৯। ছাত্রলীগের নেতা মোজাহার বিশ্বাসের বদলে আল আমিন নামে এক যুবক পরীক্ষা দিতে এসে আটক হন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। তাঁরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্লার ছেলে এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইসএসসি পরীক্ষার্থী।
এ ব্যাপারে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সে অংশ নেওয়ার কথা মোজাহারের। তিনি শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার ছিল এগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। তাঁর বদলে পরীক্ষা দিতে আসেন ভাতিজা আল আমীন। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করেন। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করেন আল আমীন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আল আমিনকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে জেলহাজতে পাঠান। এ ছাড়া মোজাহারের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মোজাহার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের কেউ নন। তিনি ছাত্রলীগের কোনো পদে নেই। বর্তমানে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
৬ মিনিট আগেআলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
১৫ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
২০ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৪১ মিনিট আগে