যশোর প্রতিনিধি
বগুড়াতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানের হামলার প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। আজ শুক্রবার বিকেলে শহরের ঈদগা মোড়ে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সংসদের আয়োজনে প্রতিবাদী সমাবেশ হয়। এ সময় তাঁরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন।
সমাবেশে বক্তব্যের ফাঁকে ফাঁকে হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সমস্ত অর্জন ধূলিসাৎ করে নতুন কোনো ফ্যাসিস্ট অপশক্তি যেন জন্ম না নিতে পারে, এ আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই একটি চিহ্নিত গোষ্ঠী একের পর এক ইতিহাস, ঐতিহ্য, শিল্পী, সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। উদীচী স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। উদীচী স্পষ্ট করে বলতে চায়, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনার সঙ্গে যারাই বেইমানি করার চেষ্টা করবে, সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করবে। এক ফ্যাসিবাদী অপশক্তির বিদায় হয়েছে, নতুন করে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সেদিকে সতর্ক দৃষ্টির রাখার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়।
উদীচী যশোর সংসদের সভাপতি আমিনুর রহমান হিরু বলেন, ‘স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক জাতীয় সংগীতের ওপর হামলা দেশের চেতনার ওপর আঘাত। আমরা জাতীয় সংগীত গাইলে আমাদের গায়ের লোম কাঁটা দেয়; আর স্বাধীনতাবিরোধীদের গায়ে জ্বালা ধরে। জাতীয় পতাকা আজ খামচে ধরেছে শকুনেরা। তাই আজ তারা জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলে। ’৭১-এর পরাজিত শক্তিরা এ খেলার ধৃষ্টতা নতুন করে দেখাচ্ছে।’
আমিনুর রহমান হিরু আরও বলেন, ‘দেশে বৈষম্য জন্য গণ-অভ্যুত্থানের হলেও এখনো মুক্ত সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ করা হচ্ছে। একটি অপশক্তি নানাভাবে তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। তবে তাদের মনে রাখতে হবে, এ দেশের স্বাধীনতা বিশ্বাসী সাংস্কৃতিক কর্মীরা তাদের রুখে দেবে। এ হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ সময় আরও বক্তব্য দেন উদীচী যশোরের উপদেষ্টা মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, খন্দকার আজিজুল হক, মুক্তিযোদ্ধা ইলাহদাদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সুরধনী সংগীত একাডেমি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।
বগুড়াতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানের হামলার প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। আজ শুক্রবার বিকেলে শহরের ঈদগা মোড়ে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সংসদের আয়োজনে প্রতিবাদী সমাবেশ হয়। এ সময় তাঁরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন।
সমাবেশে বক্তব্যের ফাঁকে ফাঁকে হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সমস্ত অর্জন ধূলিসাৎ করে নতুন কোনো ফ্যাসিস্ট অপশক্তি যেন জন্ম না নিতে পারে, এ আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই একটি চিহ্নিত গোষ্ঠী একের পর এক ইতিহাস, ঐতিহ্য, শিল্পী, সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। উদীচী স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। উদীচী স্পষ্ট করে বলতে চায়, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনার সঙ্গে যারাই বেইমানি করার চেষ্টা করবে, সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করবে। এক ফ্যাসিবাদী অপশক্তির বিদায় হয়েছে, নতুন করে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সেদিকে সতর্ক দৃষ্টির রাখার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়।
উদীচী যশোর সংসদের সভাপতি আমিনুর রহমান হিরু বলেন, ‘স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক জাতীয় সংগীতের ওপর হামলা দেশের চেতনার ওপর আঘাত। আমরা জাতীয় সংগীত গাইলে আমাদের গায়ের লোম কাঁটা দেয়; আর স্বাধীনতাবিরোধীদের গায়ে জ্বালা ধরে। জাতীয় পতাকা আজ খামচে ধরেছে শকুনেরা। তাই আজ তারা জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলে। ’৭১-এর পরাজিত শক্তিরা এ খেলার ধৃষ্টতা নতুন করে দেখাচ্ছে।’
আমিনুর রহমান হিরু আরও বলেন, ‘দেশে বৈষম্য জন্য গণ-অভ্যুত্থানের হলেও এখনো মুক্ত সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ করা হচ্ছে। একটি অপশক্তি নানাভাবে তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। তবে তাদের মনে রাখতে হবে, এ দেশের স্বাধীনতা বিশ্বাসী সাংস্কৃতিক কর্মীরা তাদের রুখে দেবে। এ হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ সময় আরও বক্তব্য দেন উদীচী যশোরের উপদেষ্টা মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, খন্দকার আজিজুল হক, মুক্তিযোদ্ধা ইলাহদাদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সুরধনী সংগীত একাডেমি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৯ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে