Ajker Patrika

বাগারহাটে দুগ্ধ খামারে আগুন, দগ্ধ ১৬ গরু

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৪: ৫৮
বাগারহাটে দুগ্ধ খামারে আগুন, দগ্ধ ১৬ গরু

বাগেরহাটে দুর্বৃত্তদের আগুনে একটি দুগ্ধ খামারের ১৬টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে একটি গরু মারা গেছে। এ ছাড়া বেশ কিছু গাভি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গতকাল বুধবার গভীর রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের নাজমুল আলম রুবেলের মালিকানাধীন শেখ ডেইরি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারমালিকের। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি খামারের মালিক রুবেল।

ক্ষতিগ্রস্ত মালিক নাজমুল আলম রুবেল (৩৭) চাপাতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। রুবেল দীর্ঘদিন কোরিয়ায় ছিলেন। কোরিয়া থেকে দেশে ফিরে গরুর খামার করেন। তার খামারে প্রতিদিন ৯০ লিটার দুধ উৎপাদন হতো। মিল্ক ভিটা কোম্পানিকে তিনি দুধ সরবরাহ করতেন।

এদিকে গরুর খামারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমানসহ কর্মকর্তারা।

প্রাণিসম্পদ বিভাগ বাগেরহাটের মাঠকর্মী তারিক হোসেন বলেন, খবর শুনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ গরুগুলোকে সেবা প্রদান করি। বেশির ভাগ গরুর শ্বাসনালিসহ শরীরের বিভিন্ন স্থান আক্রান্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত খামারমালিক নাজমুল আলম বলেন, গরুগুলো খামারে ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত ১১টার দিকে কুকুরের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে যায়। পরে গোয়ালে এসে গরুর দড়ি খুলে দিয়ে বাইরে বের করার চেষ্টা করি। ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সবগুলো গরুই আগুনে দগ্ধ হয়। পরে একটি গরু মারা যায়। পরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জেরে আমাদের গোয়ালে আগুন দেওয়া হয়েছে। তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন প্রবাসফেরত এই উদ্যোক্তা।

তিনি আরও বলেন, আমার প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেল। ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা কীভাবে পরিশোধ করব বলে কান্নায় ভেঙে পড়েন এই তরুণ উদ্যোক্তা।

নাজমুল আলমের বাবা রুহুল আমিন বলেন, ‘ছেলে বিদেশ থেকে ফিরে এলে ব্যাংক থেকে ঋণ নিয়ে তাকে খামার করে দিয়েছিলাম। গরুগুলো আক্রান্ত হয়ে আমরা তো শেষ হয়ে গেলাম।’ এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেন এই বৃদ্ধ বাবা।

খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান বলেন, বিভিন্ন বয়সের ১৬টি গরু দগ্ধ হয়েছে। একটি গরু মারা গেছে। কয়েকটি গরুর শতভাগ চামড়া পুড়ে গেছে। ভ্যাটেরিনারি সার্জনসহ আমরা সবাই মিলে দগ্ধ গরুর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছি। গরুগুলোর সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত