Ajker Patrika

ছাগলের ‘খৎনায়’ এলাহিকাণ্ড

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৬
ছাগলের ‘খৎনায়’ এলাহিকাণ্ড

তাঁদের দাম্পত্য জীবন প্রায় ২৫ বছরের। কিন্তু কোলজুড়ে আসেনি কোন সন্তান। দীর্ঘ এই দাম্পত্য জীবনে অসংখ্য আত্মীয়স্বজনের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভূরিভোজে অংশ নিয়েছেন। কিন্তু কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে পারেনি। 

তাই আত্মতুষ্টির জন্য এক ব্যতিক্রম আয়োজন করেছেন এই দম্পতি। বাড়িতে পালিত একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। সেই বাচ্চা দুটিকেই তাঁরা খৎনা দিয়েছেন। রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চাগুলোকে। প্রায় তিন শ স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে ভূরিভোজ করিয়েছেন। 

এমন ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতি।

এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাঁদের বাড়িতে ভিড় করে ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দেখতে। 

এলাকাবাসী জানায়, ওহাব ও লাইলী বেগমের ২৫ বছরের বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। তবে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। তাই লোকজন সঙ্গে করে নিয়ে বাচ্চা দুটির খৎনার আয়োজন করে। গত বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ছাগল দুটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করায় এই দম্পতি। 

এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, ‘২৫ বছর বিবাহিত জীবনে ঘরে কোন সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এমন খবর শুনেছি। তবে দম্পতির সঙ্গে কোন কথা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত