কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
তাঁদের দাম্পত্য জীবন প্রায় ২৫ বছরের। কিন্তু কোলজুড়ে আসেনি কোন সন্তান। দীর্ঘ এই দাম্পত্য জীবনে অসংখ্য আত্মীয়স্বজনের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভূরিভোজে অংশ নিয়েছেন। কিন্তু কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে পারেনি।
তাই আত্মতুষ্টির জন্য এক ব্যতিক্রম আয়োজন করেছেন এই দম্পতি। বাড়িতে পালিত একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। সেই বাচ্চা দুটিকেই তাঁরা খৎনা দিয়েছেন। রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চাগুলোকে। প্রায় তিন শ স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে ভূরিভোজ করিয়েছেন।
এমন ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতি।
এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাঁদের বাড়িতে ভিড় করে ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দেখতে।
এলাকাবাসী জানায়, ওহাব ও লাইলী বেগমের ২৫ বছরের বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। তবে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। তাই লোকজন সঙ্গে করে নিয়ে বাচ্চা দুটির খৎনার আয়োজন করে। গত বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ছাগল দুটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করায় এই দম্পতি।
এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, ‘২৫ বছর বিবাহিত জীবনে ঘরে কোন সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এমন খবর শুনেছি। তবে দম্পতির সঙ্গে কোন কথা হয়নি।
তাঁদের দাম্পত্য জীবন প্রায় ২৫ বছরের। কিন্তু কোলজুড়ে আসেনি কোন সন্তান। দীর্ঘ এই দাম্পত্য জীবনে অসংখ্য আত্মীয়স্বজনের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভূরিভোজে অংশ নিয়েছেন। কিন্তু কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে পারেনি।
তাই আত্মতুষ্টির জন্য এক ব্যতিক্রম আয়োজন করেছেন এই দম্পতি। বাড়িতে পালিত একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। সেই বাচ্চা দুটিকেই তাঁরা খৎনা দিয়েছেন। রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চাগুলোকে। প্রায় তিন শ স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে ভূরিভোজ করিয়েছেন।
এমন ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতি।
এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাঁদের বাড়িতে ভিড় করে ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দেখতে।
এলাকাবাসী জানায়, ওহাব ও লাইলী বেগমের ২৫ বছরের বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। তবে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। তাই লোকজন সঙ্গে করে নিয়ে বাচ্চা দুটির খৎনার আয়োজন করে। গত বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ছাগল দুটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করায় এই দম্পতি।
এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, ‘২৫ বছর বিবাহিত জীবনে ঘরে কোন সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এমন খবর শুনেছি। তবে দম্পতির সঙ্গে কোন কথা হয়নি।
গত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কোটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।
১৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির
২২ মিনিট আগেসিগারেটের দাম বাড়ালে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে সিগারেটের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৮ মিনিট আগেদিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে