Ajker Patrika

কুমারখালীতে রেকর্ড শনাক্ত, কঠোর বিধিনিষেধ আরোপ

প্রতিনিধি
কুমারখালীতে রেকর্ড শনাক্ত, কঠোর বিধিনিষেধ আরোপ

কুমারখালী (কুষ্টিয়া): সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়ার কুমারখালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে করোনা প্রতিরোধ কমিটি ও প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সভায় আজ শুক্রবার থেকে ওষুধের দোকান ব্যতীত সকল দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ জন। যা এ পর্যন্ত উপজেলায় সকল রেকর্ড ছাড়িয়ে। এ নিয়ে উপজেলায় মোট সংক্রমণ ৮২৮ জন। এ পর্যন্ত সংক্রমণে মারা গেছেন ১১ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা করোনায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সর্বোচ্চ। গত তিন দিনে রেকর্ডসংখ্যক শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, জেলার সঙ্গে তাল মিলিয়ে কুমারখালীতেও ছিল কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু মানুষের অসচেতনতায় গত সাত দিনে রেকর্ড পরিমান রোগী শনাক্ত। এপর্যন্ত উপজেলা মোট আটশো জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ১১ জন।

উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, করোনা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক আজ ১৮ জুন হতে উপজেলায় ওষুধের দোকান ব্যতীত সকল দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত