Ajker Patrika

আঙুলের খোঁচায় উঠে যাচ্ছে সড়কের পিচ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২০: ০৮
আঙুলের খোঁচায় উঠে যাচ্ছে সড়কের পিচ

যশোরের মনিরামপুরের কোদলাপাড়া ঝাউতলা থেকে নোয়াপাড়া মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কটিতে কার্পেটিং কাজের দুই দিনের মাথায় পিচ উঠে যেতে শুরু করেছে। আঙুলের খোঁচা দিতেই খণ্ড খণ্ড পিচ উঠে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন রাস্তা দেখতে গেলে সাংবাদিক দেখে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। এ সময় তাঁরা আঙুল দিয়ে খোঁচা দিয়ে রাস্তার পিচ তুলতে থাকেন। তবে ঠিকাদারের লোকজন বলছে, কাজ ঠিকঠাক করা হয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, রাস্তার কাদামাটি পরিষ্কার না করে বিটুমিন কম দিয়ে পাতলা করে পিচের কাজ করা হয়েছে। এ জন্য কাজ শেষ না হতে পিচ ওঠা শুরু হয়েছে।

গত বছরের প্রথম দিকে কোদলাপাড়া ঝাউতলা থেকে নোয়াপাড়া মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কের ইটের সলিং তুলে খোয়ার কাজ করে রাখেন ঠিকাদার। গ্রামীণ সড়ক হওয়ায় অনেক দিন পড়ে থেকে সড়কের ইটের খোয়ার ওপর কাদামাটির স্তর জমে। এরপর সড়কের মাটি ভালো করে পরিষ্কার না করে গত মঙ্গলবার পিচের কাজ শুরু হয় বলে জানান এলাকার লোকজন। 

গত মঙ্গলবার নোয়াপাড়া মোড় থেকে কাজ শুরু হয়ে ঝাউতলা মোড়ের দিকে ৩০০-৪০০ মিটার কাজ করা হয়। কাজের সময় উপজেলা প্রকৌশলী দপ্তরের লোক উপস্থিত ছিলেন। তাঁদের সামনে ঠিকাদারের লোকজন দায়সারা কাজ করেছেন। তিন দিন চলার পর আজ বৃহস্পতিবার দুপুরে পিচের কাজ শেষ হয়েছে।

ঝাউতলা মোড়ের মিজানুর রহমান বলেন, ‘মাটি কাদার ওপর দিয়ে কাজ করেছে। পিচ পাতলা করে দেওয়ায় কথা বলেছিলাম। তাঁরা বলেছে যতটুকু দেওয়ার দিচ্ছি। গত মঙ্গলবার পিচের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া মোড়ের দিকে গিয়ে দেখি মাঠের মধ্যে রাস্তার পিচ সরে গর্ত হয়ে গেছে। এরপর ঠিকাদারের লোক ডেকে দেখাইছি। তাঁরা পিচ নিয়ে এসে গর্তে দিয়ে ওপরে বালু ছড়িয়ে দেছে।’

সড়কের কাজ খারাপ করেছে বলে দাবি করে মিজানুর রহমান আরও বলেন, ‘দুদিন আগে করা পিচের রাস্তায় মোটরসাইকেল রাখলে স্ট্যান্ড গর্ত হয়ে নিচে দেবে যাচ্ছে। আঙুল দিয়ে খোঁচা দিলে চাকা ধরে পিচ উঠে আসছে। এখনো পিচ জমেনি।’

তুলে ফেলা পিচ ঠিক করছেন ঠিকাদারের লোকজননোয়াপাড়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘বিটুমিন কম দিয়ে রাস্তার ওপর শুকনো খোয়া ঢেলে ঘষে দেছে। আমি বারবার কাজ ভালো করার তাগিদ দিছি। ঠিকাদারের লোকজন শুনেনি। এখন আপনা-আপনি পিচ উঠে যাচ্ছে।’ ইমরান হোসেন সবুজ বলেন, ‘আঙুল দিয়ে খোঁচা দিলে পিচ উঠে যাচ্ছে। রাস্তায় হাঁটলে পা তলিয়ে যাচ্ছে। মঙ্গলবার পিচ দেছে। এখনো শক্ত হয়নি।’

উপজেলা প্রকৌশল দপ্তর থেকে জানা গেছে, ৭৮ লাখ টাকা বরাদ্দে কোদলাপাড়া ঝাউতলা থেকে নোয়াপাড়া মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কের কাজ গত বছর শুরু হয়েছে। ঝিকরগাছা উপজেলার কামাল হোসেন নামে এক ঠিকাদার কাজের দায়িত্ব পেয়েছেন। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে নতুন করে রাস্তার কাজ শুরু হয়েছে।

ঠিকাদারের পক্ষে কাজ দেখভালের দায়িত্বে থাকা রবিউল ইসলাম বলেন, ‘মালের দাম বাড়ায় দেশের কোথাও কাজ হচ্ছে না। আমরা ইঞ্জিনিয়ার অফিসের লোকজনের উপস্থিতিতে পিচের কাজ করাচ্ছি। কোথাও কাজ খারাপ হয়নি। কাজ খারাপ করলে অফিসের লোকজন আমাদের ধরতেন। পিচ শক্ত হতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে।’

ক্ষুব্ধ এলাকার লোকজন আঙুল দিয়ে রাস্তার পিচ তুলে ফেলার খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান ঠিকাদারের কাজ দেখভালের দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী দপ্তরের কার্য সহকারী জালাল উদ্দিন। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি। জালাল উদ্দিন বলেন, ‘ঠিকঠাক পিচ দেওয়া হয়েছে। এ পিচ শক্ত হতে ১৫-২০ দিন সময় লাগবে।’

উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস বলেন, ‘বুধবার আমার উপস্থিতিতে রাস্তার পিচের কাজ হয়েছে। কোথাও অনিয়ম হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত