Ajker Patrika

হত্যার বিচারের দাবিতে বাবা-মাসহ এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ২০: ৩১
হত্যার বিচারের দাবিতে বাবা-মাসহ এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুরে সন্তানের হত্যার বিচারের দাবি নিয়ে রাস্তায় মানববন্ধন করেছেন নিহতের বাবা-মা, পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার দুপুর ১২টায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রুমান হোসেনের বাবা রফিকুল ইসলাম ফকির, মা রেকসোনা ফকির, ভাই লিমন ফকির, শাশুড়ি লাইলী বেগম, চাচা শহিদুল ইসলাম ফকির, ইউপি সদস্য হাসান হাওলাদারসহ আরও অনেকে।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, আলতাফ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার, ইমাম হাওলাদার, আব্দুল খালেক হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার, শাহ আলম হাওলাদারের ছেলে সাইমন হাওলাদার ও তাদের সহযোগীরা নিহত রুমানকে ডিভাইন গ্রুপে কাজের কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর আর্থিক ও পারিবারিক সামান্য কিছু বিষয় নিয়ে তাঁর কর্মস্থলে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তবে এ ঘটনায় যশোর জেলার চৌগাছা থানায় মামলা না নেওয়া এবং হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। 

উল্লেখ্য, গত রোববার ভোরে যশোর জেলার চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের রফিকুল ইসলাম ফকিরের ছেলে রুমান হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত