খুবি প্রতিনিধি
‘বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি সবার জীবনে চিরদিন অমলিন হয়ে রয়। কেননা জীবনের স্বর্ণালি সময় কাটে বিশ্ববিদ্যালয়ে। একজন ব্যক্তিত্ব তৈরির মূল সূতিকাগার হচ্ছে বিশ্ববিদ্যালয়। এর প্রতিটি ক্ষেত্রে শেখার সুযোগ রয়েছে।’
আজ মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী অ্যাকাডেমিক কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুবি উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার মূল উদ্দেশ্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা। পরিবার, দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করা। আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলতে নেপথ্যে কাজ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।’
এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানবকল্যাণে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
কর্মশালার দ্বিতীয় দিনে জীববিজ্ঞান স্কুলের আওতাধীন সাতটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
‘বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি সবার জীবনে চিরদিন অমলিন হয়ে রয়। কেননা জীবনের স্বর্ণালি সময় কাটে বিশ্ববিদ্যালয়ে। একজন ব্যক্তিত্ব তৈরির মূল সূতিকাগার হচ্ছে বিশ্ববিদ্যালয়। এর প্রতিটি ক্ষেত্রে শেখার সুযোগ রয়েছে।’
আজ মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী অ্যাকাডেমিক কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুবি উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার মূল উদ্দেশ্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা। পরিবার, দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করা। আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলতে নেপথ্যে কাজ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।’
এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানবকল্যাণে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
কর্মশালার দ্বিতীয় দিনে জীববিজ্ঞান স্কুলের আওতাধীন সাতটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৪ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
২২ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৮ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে