কুষ্টিয়া প্রতিনিধি
যাঁরা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন, তাঁরা এই বিচার সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জটিল রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘একটি স্বাধীন রাষ্ট্রে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা বিচারাধীন আছে। অন্য কোনো দেশের নাগরিক বা কর্মকর্তা সেই বিচার নিয়ে কোনো কথা বলতে পারেন না। এটা সরাসরি বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। যেসব ব্যক্তি এসব বিবৃতি দিয়েছেন, তাঁরা এই বিচার সম্পর্কে কিছুই জানেন না।’
তিনি আরও বলেন, ‘তাই আমাদের দেশের জনগণ মনে করে এসব বিবৃতি অর্থ দিয়ে কেনা হয়েছে। ড. ইউনূসের নামে যে মামলা হয়েছে, সেটা তাঁরই অধীনে কাজ করা লোকজন তাঁদের ন্যায্য পাওয়া বুঝে পাওয়ার জন্য শ্রম আদালতে মামলা করেছেন। সেই মামলার বিচারকাজ চলছে। এটা না বুঝে যাঁরা সরকারকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকারকে চাপে ফেলে এই বিচারকাজ বন্ধ করার উদ্দেশ্যে টাকার বিনিময়ে বিবৃতি কেনা হয়েছে।’
বিএনপিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘মির্জা ফখরুলেরা সব সময় বলেন, সরকারের সঙ্গে জনগণ নেই, দেশের জনগণ সব তাঁদের সঙ্গে আছে। তাহলে এত দিন তাঁরা সরকারবিরোধী আন্দোলন করে সফলতা পাননি কেন? এখন আন্দোলনে ব্যর্থ হয়ে তাঁরা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। তবে কোনো বিদেশি প্রভুরা এই দেশের ক্ষমতা পরিবর্তন করতে পারবেন না। এই দেশের ক্ষমতার উৎস জনগণ, তারা চাইলেই ক্ষমতার পরিবর্তন হবে।’
এ সময় কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যাঁরা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন, তাঁরা এই বিচার সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জটিল রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘একটি স্বাধীন রাষ্ট্রে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা বিচারাধীন আছে। অন্য কোনো দেশের নাগরিক বা কর্মকর্তা সেই বিচার নিয়ে কোনো কথা বলতে পারেন না। এটা সরাসরি বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। যেসব ব্যক্তি এসব বিবৃতি দিয়েছেন, তাঁরা এই বিচার সম্পর্কে কিছুই জানেন না।’
তিনি আরও বলেন, ‘তাই আমাদের দেশের জনগণ মনে করে এসব বিবৃতি অর্থ দিয়ে কেনা হয়েছে। ড. ইউনূসের নামে যে মামলা হয়েছে, সেটা তাঁরই অধীনে কাজ করা লোকজন তাঁদের ন্যায্য পাওয়া বুঝে পাওয়ার জন্য শ্রম আদালতে মামলা করেছেন। সেই মামলার বিচারকাজ চলছে। এটা না বুঝে যাঁরা সরকারকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকারকে চাপে ফেলে এই বিচারকাজ বন্ধ করার উদ্দেশ্যে টাকার বিনিময়ে বিবৃতি কেনা হয়েছে।’
বিএনপিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘মির্জা ফখরুলেরা সব সময় বলেন, সরকারের সঙ্গে জনগণ নেই, দেশের জনগণ সব তাঁদের সঙ্গে আছে। তাহলে এত দিন তাঁরা সরকারবিরোধী আন্দোলন করে সফলতা পাননি কেন? এখন আন্দোলনে ব্যর্থ হয়ে তাঁরা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। তবে কোনো বিদেশি প্রভুরা এই দেশের ক্ষমতা পরিবর্তন করতে পারবেন না। এই দেশের ক্ষমতার উৎস জনগণ, তারা চাইলেই ক্ষমতার পরিবর্তন হবে।’
এ সময় কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুরের শ্রীপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা গোসিঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেবসতঘরে অনধিকার প্রবেশ ও আত্মহত্যার হুমকির অভিযোগ এনে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা সেই তরুণীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত।
৭ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্রের ছবি এক শিক্ষক ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম রঞ্জিত কুমার ঘোষ। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি বিষয়ের
২২ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।
২৪ মিনিট আগে