Ajker Patrika

কোটচাঁদপুরে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ) 
কোটচাঁদপুরে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবদুল জলিল মন্ডল (৫৬) নামের এক রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন কোটচাঁদপুর থানা-পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর সভার রুদ্রপুর গ্রামে। পুলিশ তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠিয়েছেন। 

মৃতের ছেলে আবু সাইদ জানান, ‘বুধবার রাত ১১টার দিকে আব্বা ঘরেই ছিল। এরপর আমরা ঘুমিয়ে পড়ি। পরে কখন ঘর থেকে বেরিয়েছে তা জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে নাই। আমার ছোট বোন বাড়ির পাশে লিচু বাগানে ছাগলকে খাওয়াতে গিয়ে দেখে আব্বার লাশ গাছে ঝুলছে। সে মৃত দেহ দেখে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে খবর দেন। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই।’ 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সংসারে তাঁর দুই ছেলে দুই মেয়ে। সে নিজে রিকশা চালাত। যা আয় হতো তা দিয়ে সংসার ভালোভাবে চলত না। এ কারণে প্রায় সময় সংসারে অশান্তি লেগেই থাকত। তবে কেন গলায় দড়ি দিল তা তারা বলতে পারেনি। 

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত