ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় বোরো আবাদের লক্ষ্যে ১০টি বিলের ৩ হাজার হেক্টর জমির জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সেচ প্রকল্প। চলতি বোরো চাষাবাদের লক্ষ্যে দেড় সপ্তাহ আগে কৃষকদের উদ্যোগে এই কার্যক্রম শুরু করা হয়। এতে সেচ মেশিন ও মোটর দিয়ে সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
জানা যায়, বিল খুকশিয়ায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বন্ধ হওয়ায় ডুমুরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া হরি-ভদ্রা নদীতে দ্রুত পলি জমে। এতে পানি উন্নয়ন বোর্ডের ২৫ নম্বর পোল্ডারে ৩টি স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এতে ধামালিয়া ও রুদাঘরা ইউনিয়নের উত্তরাঞ্চলীয় দহকুলা, সালাতিয়া, তাওয়ালিয়া, কাটেঙ্গা, কেওড়াতলা, সিঙ্গাসহ ১০টি বিলে স্থায়ীভাবে জলাবদ্ধতায় রূপ নেয়। ফলে ওই এলাকার প্রায় ৩ হাজার হেক্টর কৃষি জমি অনাবাদের হুমকিতে পড়ে।
গত বছর এলাকার কৃষকেরা পতিত জমি চাষাবাদের লক্ষ্যে স্থানীয় কৃষক ও সমাজের বিত্তশীলদের আর্থিক সহায়তায় বিএডিসি থেকে সেচ পাম্প উত্তোলন করে শুরু করা হয় বরুনা বিল সেচ প্রকল্প। এবারও কৃষকেরা বোরো আবাদের লক্ষ্যে একই কায়দায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে কাটেঙ্গা এলাকার একাধিক কৃষক বলেন, ‘বেশ কয়েক বছর ধরে পানি নিষ্কাশনের অভাবে আমরা এসব বিলে ফসল উৎপাদন করতে পারিনি। গত বছর থেকে স্থানীয় কৃষকদের উদ্যোগে ও জনপ্রতিনিধিদের অনুদানে সেচব্যবস্থার মধ্য দিয়ে পানি নিষ্কাশন শুরু হয়। ফলে আমরা ওই সব বিলে আবাদ করতে পারছি।’
হরি-ভদ্রা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মতলেব গোলদার বলেন, শোলগাতিয়া-বরুনা এলাকায় ছয়টি গ্রুপে সব কৃষককে উদ্বুদ্ধ করে সেচ প্রকল্প চালু করা হয়। যে জমিতে মৎস্য চাষ ছাড়া অন্য কোনো ফসল হতো না, সেচ প্রকল্প স্থাপনের মধ্য দিয়ে ওই সব বিলে এখন সোনার ফসল ফলছে।
ধামালিয়া ইউপি চেয়ারম্যান বি এম জহুরুল হক বলেন, নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিল এলাকার জলাবদ্ধতা নিরসন করব, যেটা বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক বলেন, ডুমুরিয়া উপজেলার নিম্নাঞ্চলের ১০টি বিল বোরো আবাদের উপযোগী করতে আমরা প্রয়োজনীয় সেচ মেশিন ও মোটর সরবরাহ করেছি। কৃষিমন্ত্রীর নির্দেশনায় বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধান গবেষণা ইনস্টিটিউট ও মৃত্তিকার যৌথ ব্যবস্থাপনায় দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মাটি ও পানির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন শীর্ষক প্রকল্প অনুমোদনের পথে রয়েছে। এটি হলে নিম্নাঞ্চলের কৃষকদের ব্যাপক উন্নয়ন হবে।
ডুমুরিয়ায় বোরো আবাদের লক্ষ্যে ১০টি বিলের ৩ হাজার হেক্টর জমির জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সেচ প্রকল্প। চলতি বোরো চাষাবাদের লক্ষ্যে দেড় সপ্তাহ আগে কৃষকদের উদ্যোগে এই কার্যক্রম শুরু করা হয়। এতে সেচ মেশিন ও মোটর দিয়ে সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
জানা যায়, বিল খুকশিয়ায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বন্ধ হওয়ায় ডুমুরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া হরি-ভদ্রা নদীতে দ্রুত পলি জমে। এতে পানি উন্নয়ন বোর্ডের ২৫ নম্বর পোল্ডারে ৩টি স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এতে ধামালিয়া ও রুদাঘরা ইউনিয়নের উত্তরাঞ্চলীয় দহকুলা, সালাতিয়া, তাওয়ালিয়া, কাটেঙ্গা, কেওড়াতলা, সিঙ্গাসহ ১০টি বিলে স্থায়ীভাবে জলাবদ্ধতায় রূপ নেয়। ফলে ওই এলাকার প্রায় ৩ হাজার হেক্টর কৃষি জমি অনাবাদের হুমকিতে পড়ে।
গত বছর এলাকার কৃষকেরা পতিত জমি চাষাবাদের লক্ষ্যে স্থানীয় কৃষক ও সমাজের বিত্তশীলদের আর্থিক সহায়তায় বিএডিসি থেকে সেচ পাম্প উত্তোলন করে শুরু করা হয় বরুনা বিল সেচ প্রকল্প। এবারও কৃষকেরা বোরো আবাদের লক্ষ্যে একই কায়দায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে কাটেঙ্গা এলাকার একাধিক কৃষক বলেন, ‘বেশ কয়েক বছর ধরে পানি নিষ্কাশনের অভাবে আমরা এসব বিলে ফসল উৎপাদন করতে পারিনি। গত বছর থেকে স্থানীয় কৃষকদের উদ্যোগে ও জনপ্রতিনিধিদের অনুদানে সেচব্যবস্থার মধ্য দিয়ে পানি নিষ্কাশন শুরু হয়। ফলে আমরা ওই সব বিলে আবাদ করতে পারছি।’
হরি-ভদ্রা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মতলেব গোলদার বলেন, শোলগাতিয়া-বরুনা এলাকায় ছয়টি গ্রুপে সব কৃষককে উদ্বুদ্ধ করে সেচ প্রকল্প চালু করা হয়। যে জমিতে মৎস্য চাষ ছাড়া অন্য কোনো ফসল হতো না, সেচ প্রকল্প স্থাপনের মধ্য দিয়ে ওই সব বিলে এখন সোনার ফসল ফলছে।
ধামালিয়া ইউপি চেয়ারম্যান বি এম জহুরুল হক বলেন, নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিল এলাকার জলাবদ্ধতা নিরসন করব, যেটা বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক বলেন, ডুমুরিয়া উপজেলার নিম্নাঞ্চলের ১০টি বিল বোরো আবাদের উপযোগী করতে আমরা প্রয়োজনীয় সেচ মেশিন ও মোটর সরবরাহ করেছি। কৃষিমন্ত্রীর নির্দেশনায় বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধান গবেষণা ইনস্টিটিউট ও মৃত্তিকার যৌথ ব্যবস্থাপনায় দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মাটি ও পানির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন শীর্ষক প্রকল্প অনুমোদনের পথে রয়েছে। এটি হলে নিম্নাঞ্চলের কৃষকদের ব্যাপক উন্নয়ন হবে।
কক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৪ ঘণ্টা আগে