রুবায়েত হোসেন, খুবি
করোনা মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর দুয়ার খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গত ১৮ অক্টোবর শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়ার পরে আজ রোববার সকাল ৯টা থেকে বিভিন্ন ডিসিপ্লিনে সশরীরে শুরু হয়েছে ক্লাস।
এত দিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর, ক্যাফেটেরিয়া, শহিদ মিনার প্রাঙ্গণ, অদম্য বাংলা ও হল রোড-সংলগ্ন দোকানসহ বিভিন্ন স্থান ঘুরে শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময়, গল্প-আড্ডায় মেতেছেন; বন্ধুরা মিলে বসিয়েছেন চা ও গানের আসর।
উচ্ছ্বসিত শিক্ষার্থীদের প্রত্যাশা, শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় করোনার ক্ষতি পুষিয়ে স্বাভাবিক শিক্ষা ও কর্মজীবনে ফেরা যাবে।
আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. নাসিম বিল্লাহ বলেন, 'অনেক দিন পর ক্যাম্পাস খোলায় নতুন জীবন ফিরে পেয়েছি। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। পুরোনো সবকিছু নতুন মনে হচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ায় ক্যাম্পাস আবারও চিরচেনা রূপে ফিরে আসায় তাঁর খুব ভালো লাগছে।'
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, 'এত দিন পর ক্লাসে ফিরতে পেরে অনুভূতিটা অন্যরকম হচ্ছে। দেড় বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটের মুখে পড়েছে। হল খোলার পর ক্লাস-পরীক্ষা শুরু হওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা দীর্ঘ সেশনজটের কবল থেকে রক্ষা পাব হয়তো।'
ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, 'দীর্ঘদিন পর প্রিয় শিক্ষক ও সহপাঠীর সঙ্গে ক্লাসে ফিরে আমরা আনন্দিত। আবারও ক্যাম্পাসে গল্প-আড্ডা জমবে ভাবতেই ভালো লাগছে।’
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সব ডিসিপ্লিনের দ্বিতীয় টার্মের চূড়ান্ত পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় টার্মের রেজিস্ট্রেশন চলবে। জরিমানা দেওয়া সাপেক্ষে ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রিভিউ ক্লাস চলবে ৩১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত, পরীক্ষাসংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এবং ৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় টার্মের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খান গোলাম কুদ্দুস বলেন, 'আমরা ১৮ তারিখ থেকে প্রাথমিকভাবে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দিয়েছি। ২৬ তারিখ থেকে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ায় সব আবাসিক শিক্ষার্থী হলে ফিরেছে। মোটামুটি আগের মতো অনুভূতি হচ্ছে। শিক্ষার্থীদের সেশনজট নিরসনে আমরা ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় টার্ম শেষ করার ঘোষণা দিয়েছি। এতে শিক্ষার্থীদের জন্য একটু চাপ হলেও ঠিক সময়ে পরীক্ষা শেষ হবে বলে তারা খুশি।'
করোনা মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর দুয়ার খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গত ১৮ অক্টোবর শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়ার পরে আজ রোববার সকাল ৯টা থেকে বিভিন্ন ডিসিপ্লিনে সশরীরে শুরু হয়েছে ক্লাস।
এত দিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর, ক্যাফেটেরিয়া, শহিদ মিনার প্রাঙ্গণ, অদম্য বাংলা ও হল রোড-সংলগ্ন দোকানসহ বিভিন্ন স্থান ঘুরে শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময়, গল্প-আড্ডায় মেতেছেন; বন্ধুরা মিলে বসিয়েছেন চা ও গানের আসর।
উচ্ছ্বসিত শিক্ষার্থীদের প্রত্যাশা, শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় করোনার ক্ষতি পুষিয়ে স্বাভাবিক শিক্ষা ও কর্মজীবনে ফেরা যাবে।
আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. নাসিম বিল্লাহ বলেন, 'অনেক দিন পর ক্যাম্পাস খোলায় নতুন জীবন ফিরে পেয়েছি। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। পুরোনো সবকিছু নতুন মনে হচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ায় ক্যাম্পাস আবারও চিরচেনা রূপে ফিরে আসায় তাঁর খুব ভালো লাগছে।'
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, 'এত দিন পর ক্লাসে ফিরতে পেরে অনুভূতিটা অন্যরকম হচ্ছে। দেড় বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটের মুখে পড়েছে। হল খোলার পর ক্লাস-পরীক্ষা শুরু হওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা দীর্ঘ সেশনজটের কবল থেকে রক্ষা পাব হয়তো।'
ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, 'দীর্ঘদিন পর প্রিয় শিক্ষক ও সহপাঠীর সঙ্গে ক্লাসে ফিরে আমরা আনন্দিত। আবারও ক্যাম্পাসে গল্প-আড্ডা জমবে ভাবতেই ভালো লাগছে।’
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সব ডিসিপ্লিনের দ্বিতীয় টার্মের চূড়ান্ত পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় টার্মের রেজিস্ট্রেশন চলবে। জরিমানা দেওয়া সাপেক্ষে ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রিভিউ ক্লাস চলবে ৩১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত, পরীক্ষাসংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এবং ৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় টার্মের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খান গোলাম কুদ্দুস বলেন, 'আমরা ১৮ তারিখ থেকে প্রাথমিকভাবে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দিয়েছি। ২৬ তারিখ থেকে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ায় সব আবাসিক শিক্ষার্থী হলে ফিরেছে। মোটামুটি আগের মতো অনুভূতি হচ্ছে। শিক্ষার্থীদের সেশনজট নিরসনে আমরা ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় টার্ম শেষ করার ঘোষণা দিয়েছি। এতে শিক্ষার্থীদের জন্য একটু চাপ হলেও ঠিক সময়ে পরীক্ষা শেষ হবে বলে তারা খুশি।'
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
৬ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে