Ajker Patrika

খুলনা কারাগারে হাজতির মারধরে কয়েদি আহত  

খুলনা প্রতিনিধি
খুলনা কারাগারে হাজতির মারধরে কয়েদি আহত  

খুলনা জেলা কারাগারে হোসেন (২৫) নামের এক হাজতির মারপিটে সেলিম নামের (২৩) এক কয়েদি আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে কারাগারের অভ্যন্তরে এ মারপিটের ঘটনা ঘটে। এ সময় ঠেকাতে গিয়ে আব্দুল কাদের নামের এক কারারক্ষী মারপিটের শিকার হয়েছেন।

খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হাজতি হোসেনকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েদি সেলিমকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কারাগার সূত্র জানায়, বেলা সোয়া ২টার দিকে নির্ধারিত সময়ের আগে হাজতি হোসেনের সঙ্গে দর্শনার্থীরা দেখা করতে আসে। এ সময় হোসেন নিয়ম ভঙ্গ করে আগে দেখা করতে চাইলে হাজতি রাইটার সেলিমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন তাকে মারপিট শুরু করে। এতে সে আহত হয়। এ সময় আব্দুল কাদের নামের এক কারারক্ষী হোসেনকে ঠেকাতে গেলে সে তাকেও মারধর করে। পরে অন্য কারারক্ষীরা এসে হোসেনের হাত থেকে তাদের রক্ষা করে।

খুলনা জেলা কারাগারের জেলার আবু সায়েম বলেন, হাজতি হোসেনকে কারাগারের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া আহত কয়েদি রাইটার সেলিমকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কারাগারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে বলে শুনেছি।’ হামলাকারী হাজতির বিরুদ্ধে কারা আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত