Ajker Patrika

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়েটের ১২ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২: ২১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচজন শিক্ষক, ছয়জন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মিহির রঞ্জন হালদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মুহাম্মদ আলমগীর, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর শিবেন্দ্র শেখর শিকদার, মেকানিক্যাল বিভাগের প্রফেসর সোবহান মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর পিন্টু চন্দ্র শীল, ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি, ডেপুটি রেজিস্ট্রার দেবাশীষ মণ্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার, সহকারী কম্পট্রোলার জি এম আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার মো. ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মো. মেহেদী হাসান রাজন ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।

এ বিষয়ে কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ বলেন, ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় ১২ জনের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

ভিসি বলেন, বরখাস্ত হওয়া শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় বাধা প্রদান, অবৈধ উপায়ে নিয়োগ পাওয়া, বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র-শিক্ষক নির্যাতন ও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সিন্ডিকেট সভায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত