অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির শেখ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে ভৈরব সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের সবজি বিক্রেতা হান্নান শেখের ছেলে। তিনি নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ভৈরব সেতুর মাঝামাঝি স্থানে দ্রুতগামী পিকআপের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তাঁকে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিয়া রহমান হিয়া জানান, সন্ধ্যার পর মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাব্বির শেখ নামে এক যুবককে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তির পরিবার জানায়, খুলনা মেডিকেলে নেওয়ার পথে সাব্বির মারাত্মক অসুস্থ হয়ে পড়লে একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শামীম হাসান বলেন, পিকআপটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন। মামলা হয়েছে।
যশোরের অভয়নগর পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির শেখ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে ভৈরব সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের সবজি বিক্রেতা হান্নান শেখের ছেলে। তিনি নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ভৈরব সেতুর মাঝামাঝি স্থানে দ্রুতগামী পিকআপের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তাঁকে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিয়া রহমান হিয়া জানান, সন্ধ্যার পর মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাব্বির শেখ নামে এক যুবককে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তির পরিবার জানায়, খুলনা মেডিকেলে নেওয়ার পথে সাব্বির মারাত্মক অসুস্থ হয়ে পড়লে একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শামীম হাসান বলেন, পিকআপটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন। মামলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্টদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা
৪ মিনিট আগেঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৯ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
১২ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
১৫ মিনিট আগে