Ajker Patrika

গাংনীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৩, ১৫: ৫৩
গাংনীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে আবু শাহেদ (৩০) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে এলাঙ্গী ক্যাম্পের ব্যারাক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

কনস্টেবল শাহেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। 

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুফল কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সেন্ট্রি ডিউটি ছিল শাহেদের। ডিউটি চলাকালীন কনস্টেবল শাহেদ অসুস্থ হন। এ কারণে ডিউটি শেষ করে পরবর্তী কনস্টেবলকে ডিউটি না বুঝিয়ে দিয়ে তাঁর কক্ষে শুয়ে পড়েন। পরে রুমের সহকর্মীরা তাঁর নাক-মুখ দিয়ে সাদা ফেনা বের হতে দেখে গাংনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. জামিরুল ইসলাম বলেন, ওই কনস্টেবলকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। ময়নাতদন্ত করা হলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু। তবু বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত