কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জের এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রায় অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রতারকেরা নিজেদের যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলে পরিচয় দেয়। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থী উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের প্রদীপ মারির মেয়ে। তাঁর নাম উর্মিলা মারি। তিনি রাজবাড়ী কাটুনিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে উর্মিলা মারি বলেন, 'গতকাল মঙ্গলবার কলেজে আসার পর অজ্ঞাত দুটি নম্বর থেকে ফোন আসে। তারা নিজেদের যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলে পরিচয় দেয়। প্রথমে তারা আমাকে আমার নাম, বাবার নাম ও কলেজের নাম জানায়। তারা আমাকে আরও জানায়, তুমি বিশাল অঙ্কের টাকা পেতে যাচ্ছ। সে সময় তারা আমার ব্যবহৃত বিকাশ নম্বরের পিন নম্বর দিতে বলে। আমি টাকা পাওয়ার আশায় সরল বিশ্বাসে পিন নম্বর তাদের দিই। এরপর তারা ট্রানজেকশনের কথা বলে এবং টাকা ফেরতের আশ্বাস দিয়ে আমাকে ২৩ হাজার ৫০০ টাকা বিকাশে পাঠাতে বলে। আমি তখন বিষয়টি কাউকে না জানিয়ে কদমতলা বাজারের বিকাশের দোকান থেকে ২৩ হাজার ৫০০ টাকা পাঠাই। কিছুক্ষণ পর তারা আবারও আমাকে কাউকে না জানিয়ে ৬ হাজার টাকা পাঠাতে বলে। ৬ হাজার টাকা পাঠানোর পর তারা বলে আরও ১৬ হাজার টাকা পাঠাতে। এভাবে মোট ৪৫ হাজার ৫০০ টাকা আমি তাদের পাঠাই।'
ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থী আরও বলেন, 'বিষয়টি নিয়ে আমার সন্দেহ হলে আমি কলেজের প্রিন্সিপাল আব্দুল ওহাবকে জানাই। তিনি তাৎক্ষণিক কালীগঞ্জ থানায় ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বেলা সাড়ে ১১টার দিকে কলেজে পৌঁছান। ঠিক সে সময় প্রতারক চক্র ফোন করে আবারও আমার কাছ থেকে ১৬ হাজার টাকা দাবি করে। তখন ফোনটি পুলিশ পরিদর্শকের কাছে দিলে তিনি প্রতারক চক্রের সঙ্গে কথা বলেন। সে সময় পুলিশের উপস্থিতির বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্র মোবাইল বন্ধ করে দেয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।'
পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত করে প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।'
সাতক্ষীরার কালীগঞ্জের এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রায় অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রতারকেরা নিজেদের যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলে পরিচয় দেয়। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থী উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের প্রদীপ মারির মেয়ে। তাঁর নাম উর্মিলা মারি। তিনি রাজবাড়ী কাটুনিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে উর্মিলা মারি বলেন, 'গতকাল মঙ্গলবার কলেজে আসার পর অজ্ঞাত দুটি নম্বর থেকে ফোন আসে। তারা নিজেদের যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলে পরিচয় দেয়। প্রথমে তারা আমাকে আমার নাম, বাবার নাম ও কলেজের নাম জানায়। তারা আমাকে আরও জানায়, তুমি বিশাল অঙ্কের টাকা পেতে যাচ্ছ। সে সময় তারা আমার ব্যবহৃত বিকাশ নম্বরের পিন নম্বর দিতে বলে। আমি টাকা পাওয়ার আশায় সরল বিশ্বাসে পিন নম্বর তাদের দিই। এরপর তারা ট্রানজেকশনের কথা বলে এবং টাকা ফেরতের আশ্বাস দিয়ে আমাকে ২৩ হাজার ৫০০ টাকা বিকাশে পাঠাতে বলে। আমি তখন বিষয়টি কাউকে না জানিয়ে কদমতলা বাজারের বিকাশের দোকান থেকে ২৩ হাজার ৫০০ টাকা পাঠাই। কিছুক্ষণ পর তারা আবারও আমাকে কাউকে না জানিয়ে ৬ হাজার টাকা পাঠাতে বলে। ৬ হাজার টাকা পাঠানোর পর তারা বলে আরও ১৬ হাজার টাকা পাঠাতে। এভাবে মোট ৪৫ হাজার ৫০০ টাকা আমি তাদের পাঠাই।'
ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থী আরও বলেন, 'বিষয়টি নিয়ে আমার সন্দেহ হলে আমি কলেজের প্রিন্সিপাল আব্দুল ওহাবকে জানাই। তিনি তাৎক্ষণিক কালীগঞ্জ থানায় ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বেলা সাড়ে ১১টার দিকে কলেজে পৌঁছান। ঠিক সে সময় প্রতারক চক্র ফোন করে আবারও আমার কাছ থেকে ১৬ হাজার টাকা দাবি করে। তখন ফোনটি পুলিশ পরিদর্শকের কাছে দিলে তিনি প্রতারক চক্রের সঙ্গে কথা বলেন। সে সময় পুলিশের উপস্থিতির বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্র মোবাইল বন্ধ করে দেয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।'
পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত করে প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।'
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৪ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৭ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে