Ajker Patrika

পোকায় ফিকে কৃষকের স্বপ্ন

আনোয়ার হোসেন, মনিরামপুর
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২: ০৪
পোকায় ফিকে কৃষকের স্বপ্ন

যশোরের মনিরামপুরে আমন ধানের খেতে কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। অন্যবারের তুলনায় এবার বেশ আগেভাগে এই পোকার আক্রমণ শুরু হয়েছে। উপজেলার সব এলাকার ধানখেতে এই পোকার আক্রমণ দেখা গেছে।

হঠাৎ ব্যাপক হারে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বিভিন্ন বালাইনাশক ব্যবহার করেও এর প্রতিকার মিলছে না। অনেকে বুঝে ওঠার আগেই ক্ষতির মুখে পড়েছেন। কেউ কেউ আবার আতঙ্কগ্রস্ত হয়ে খেতে আগাম বালাইনাশক ছিটাচ্ছেন। এবার কৃষকেরা আশানুরূপ ধান ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কৃষকেরা বলছেন, প্রতিবছরই আমন খেতে কারেন্ট পোকার আক্রমণ লাগে। বিশেষ করে ধানের শিষ সম্পূর্ণ বেরিয়ে ঝুল দিলে এ পোকার আক্রমণ দেখা দেয়। কিন্তু এবার শিষ বের হওয়ার আগেই এ পোকার আক্রমণ শুরু হয়েছে, যা অন্যবারের তুলনায় অনেক বেশি। ফলে কৃষক বুঝে ওঠার আগেই কারেন্ট পোকার আক্রমণে খেতের ধানগাছ শেষ হয়ে যাচ্ছে।

চাষিরা জানান, কারেন্ট পোকা ধানে লাগলে খেত নষ্ট হতে মাত্র দুই রাত সময় লাগে। এর মধ্য যদি ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে ধান বাঁচানো সম্ভব হয় না।

কারেন্ট পোকা মূলত ধানগাছের গোড়ায় আক্রমণ করে পচন ধরিয়ে দেয়। এরপর রস শুষে নিয়ে গাছ কালচে করে ফেলে। তখন শুকিয়ে ধানগাছ লুটিয়ে পড়ে। অনেক সময় এই পোকার আক্রমণে ধানগাছের পাতা লালচে হয়ে যায়।

রাতে ঠান্ডা দিনে ভ্যাপসা গরম, মেঘাচ্ছন্ন আকাশ এবং খেতে হালকা পানি কারেন্ট পোকার আক্রমণের অনুকূল পরিবেশ বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন।

মনিরামপুরে গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আকাশও মেঘাচ্ছন্ন থাকছে। এর ফলে উপজেলার খেদাপাড়া, রোহিতা, কাশিমনগর, মনিরামপুর সদর, ভোজগাতী, হরিহরনগর, ঝাঁপা, মশ্মিমনগর, চালুয়াহাটি, খানপুর ও শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন মাঠে বিক্ষিপ্তভাবে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে।

কৃষকদের অভিযোগ, এমন সংকট মুহূর্তে তাঁরা কৃষি অফিসের পরামর্শ পাচ্ছেন না। কীটনাশক দোকানিদের পরামর্শে নানা ব্যবস্থা নিয়ে কাঙ্ক্ষিত ফল মিলছে না। ফলে এবার ঘরে কাঙ্ক্ষিত ফসল তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কৃষকদের মাঝে।

তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, কারেন্ট পোকার আক্রমণ প্রকটভাবে দেখা দিলেও তা এখনো মারাত্মক ক্ষতির পর্যায়ে পৌঁছায়নি। কৃষি অফিস কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে তৎপর রয়েছে।
উপজেলার কদমবাড়িয়া গ্রামের চাষি ইব্রাহীম হোসেন বলেন, ‘এক বিঘা জমির আমন খেতে কারেন্ট পোকা আক্রমণ করেছে। কীটনাশক দোকানির পরামর্শে বালাইনাশক ছিটিয়েছি।’

কৃষক ইব্রাহীম হোসেন বলেন, ‘এ বছরের মতো এত বিষ কোনোবার ছিটাইনি। একটার পর একটা রোগ দেখা দিচ্ছে। কোনো কৃষি অফিসাররে দেখিনি কোনো দিন।’

একই কথা বলছেন রোহিতা শেখপাড়ার কৃষক আজিজুর রহমান, মাহমুদকাটি গ্রামের কামাল হোসেন, শহীদ হোসেন ও নূর ইসলাম।

মাহমুদকাটি গ্রামের কৃষক কামাল বলেন, ‘পাঁচ বিঘায় আমন চাষ করেছি। সব জমিতে কারেন্ট পোকা আক্রমণ করেছে।’

রঘুনাথপুর গ্রামের মাস্টার দেবাশীষ বিশ্বাস বলেন, ‘মাঠে ব্যাপক হারে কারেন্ট পোকা লেগেছে। আমার খেতে এখনো লাগেনি। খেত রক্ষায় দুই বিঘা জমিতে আগাম স্প্রে করার জন্য ৭৫০ টাকার বিষ কিনেছি।’

মনিরামপুরে এবার ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যা আগের যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। বাজারে ধানের চড়া দাম থাকায় কৃষক এ মৌসুমে উচ্চফলনশীল নানা জাতের ধান চাষ করেছেন।

মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে এবার কারেন্ট পোকার আক্রমণ ব্যাপক হারে দেখা দিয়েছে। সেটা যেন ক্ষতির পর্যায়ে না যায় সে ব্যাপারে আমরা কাজ করছি। কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন।’

কৃষকদের যেকোনো প্রয়োজনে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত