Ajker Patrika

দুষ্টকে লালন করার বাহিনী পুলিশ নয়: ওসি কামরুজ্জামান

প্রতিনিধি
দুষ্টকে লালন করার বাহিনী পুলিশ নয়: ওসি কামরুজ্জামান

কুমারখালী (কুষ্টিয়া): 'কোন দুষ্টু ও খারাপ প্রকৃতির লোককে লালন করার বাহিনী বাংলাদেশ পুলিশ নয়। বাংলাদেশ বাংলাদেশ একটি ইতিহাস, ঐতিহ্য ও মানবতার পুলিশ। পুলিশের দক্ষতা দিয়ে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সকল অপরাধ নির্মূল করা হবে। অপরাধী তো অপরাধীই; এই বিবেচনায় সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে।'

কুষ্টিয়ার কুমারখালী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বক্তব্য দেন। শনিবার (১২ জুন) বিকেলে কুমারখালী থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পুলিশ এখন যে কোন সময়ের চেয়ে দক্ষ ও অভিজ্ঞ বলে উল্লেখ করে কামরুজ্জামান তালুকদার বলেন, 'অপরাধ দমনে সাংবাদিকের সহযোগিতা ও তথ্য একান্ত কাম্য। হাত বাড়ালেই যেন মাদক না পাওয়া যায় এবং মাদকের ব্যাপারটা যেন সহজলভ্য না হয় সেদিকে কক্ষ রাখতে হবে।'

মতবিনিময় সভায় ওসি আরও বলেন, 'মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। ভুলের সমালোচনা না করে, সঠিক তথ্য ও অভিযোগ নিয়ে কাজ করতে হবে। দালালমুক্ত থানা গঠনে সংবাদপত্রের মাধ্যমে জনগণের দোর গোড়ায় এ ম্যাসেজ পৌঁছে দিতে হবে—থানায় মামলাসহ যেকোনো সেবা নিতে টাকা লাগেনা।'

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক বকুল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মাহামুদ শরীফ, ডনেট বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এস এম আকমল হোসেন কোকো, বাংলা টিভির প্রতিনিধি এম এ উল্লাস, দি বাংলাদেশ টু'ডের প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, চ্যানেল এস ও বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মনোয়ার হোসেন, বিজয় টিভির স্টাফ রিপোর্টার তানভির লিটন, দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি কাজু আহমেদ, দৈনিক নয়া দিগন্তের সোহাগ মাহমুদ, দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, দৈনিক স্বদেশ বিচিত্রার সবুজ আহমেদ, চ্যানেল এস এর ক্যামেরা পারসন সাকিব ফারহান, দৈনিক দেশতথ্য পত্রিকার কুমারখালী প্রতিনিধি ছাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত