Ajker Patrika

মেহেরপুরের পিরোজপুরে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের পিরোজপুরে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

মেহেরপুরের পিরোজপুরে হামিদুলের কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হামিদুল ওই গ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে।

ক্ষতিগ্রস্ত হামিদুল বলেন, হঠাৎ করে ভোরের দিকে দোকানে আগুন দেখতে পায় গ্রামবাসীরা। পরে আমাকে খবর দেন তাঁরা। আমি ফায়ার সার্ভিস অফিসে খবর দেই। তাঁরা দ্রুত এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

হামিদুল আরও বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। গ্রামের লোকজন ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখে দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস অফিসের ডিএডি নজবুল আলম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্তের পর তা বলা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত