Ajker Patrika

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৭: ৫২
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে সাজিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুর থেকে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাজিম শহরের আদর্শপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। 

শিশু সাজিমের নানি জয়না খাতুন জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয় সাজিম। মাঝেমধ্যেই সে খেলতে বের হতো। এরপর বাড়ি ফিরে না এলে তার খোঁজে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। পরে ফজরের নামাজের পর পুকুরে সাজিমের মৃতদেহ ভেসে ওঠে। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক জাকারিয়া হাওলাদার জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে। শিশুটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। হয়তো খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত