বাগেরহাট প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা শনিবার (১২ জুলাই) বাগেরহাটে আসছেন। দলটির জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই সফরে অংশ নিচ্ছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় একটি পথসভায় যোগ দেবেন এনসিপির নেতারা। বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত, ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহরের রেল রোড চত্বরে আরেকটি পথসভায় অংশ নেবেন তাঁরা।
দিনব্যাপী কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা রোববার (১৩ জুলাই) পিরোজপুরের উদ্দেশে রওনা হবেন।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতুসহ প্রায় ৪০ জন কেন্দ্রীয় নেতা এই সফরে অংশ নিচ্ছেন।
এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ এনসিপির বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারাও এই পদযাত্রায় যুক্ত থাকবেন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে বাগেরহাট জেলা কমিটি সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন দলটির প্রচার সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তিনি বলেন, ‘নেতাদের পদযাত্রা ঘিরে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। তরুণ নেতৃত্বের উপস্থিতিতে ফয়লা ও শহর এলাকায় বড় ধরনের গণজমায়েত হবে বলে আশা করছি।’
তিনি আরও জানান, এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক বাস্তবতা, সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। শান্তিপূর্ণ ও সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা শনিবার (১২ জুলাই) বাগেরহাটে আসছেন। দলটির জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই সফরে অংশ নিচ্ছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় একটি পথসভায় যোগ দেবেন এনসিপির নেতারা। বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত, ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহরের রেল রোড চত্বরে আরেকটি পথসভায় অংশ নেবেন তাঁরা।
দিনব্যাপী কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা রোববার (১৩ জুলাই) পিরোজপুরের উদ্দেশে রওনা হবেন।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতুসহ প্রায় ৪০ জন কেন্দ্রীয় নেতা এই সফরে অংশ নিচ্ছেন।
এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ এনসিপির বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারাও এই পদযাত্রায় যুক্ত থাকবেন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে বাগেরহাট জেলা কমিটি সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন দলটির প্রচার সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তিনি বলেন, ‘নেতাদের পদযাত্রা ঘিরে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। তরুণ নেতৃত্বের উপস্থিতিতে ফয়লা ও শহর এলাকায় বড় ধরনের গণজমায়েত হবে বলে আশা করছি।’
তিনি আরও জানান, এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক বাস্তবতা, সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। শান্তিপূর্ণ ও সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে